Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Khushbu Sundar

‘মনুস্মৃতি’-বিতর্ক: আটক খুশবু সুন্দর, পক্ষপাতের অভিযোগ বিজেপি নেত্রীর

সম্প্রতি ‘মনুস্মৃতি’ নিষিদ্ধ করার দাবি তুলেছেন তামিলনাড়ুর একটি সংগঠন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১১:৪৬
Share: Save:

‘মনুস্মৃতি’ নিয়ে বিতর্কের মাঝেই বিজেপি নেত্রী খুশবু সুন্দরকে আটক করল তামিলনাড়ু পুলিশ। ‘মনুস্মৃতি’ নিয়ে মন্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদসভায় যাওয়ার পথে মঙ্গলবার চেঙ্গলপট্টিতে আটক করা হয় তাঁকে। ঘটনার পর তামিলনাড়ুর এআইএডিএমকে সরকারের সমালোচনায় মুখর হয়েছেন তামিল চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে পা রাখা এই নেত্রী।

সম্প্রতি ‘মনুস্মৃতি’ নিষিদ্ধ করার দাবি তুলেছে তামিলনাড়ুর একটি সংগঠন। বিদুথালাই চিরুতাইগল কাটচি (ভিসিকে) নামের ওই সংগঠনের প্রধান থল তিরুমাভলবনের মতে, ‘মনুস্মৃতি’-তে নারীকে খাটো করে দেখানো হয়েছে। শুধু তা-ই নয়, মহিলাদের যৌনকর্মী ছাড়া আর কিছুই মনে করে না ‘মনুস্মৃতি’। ওই মন্তব্যের পর তামিলনাড়ুর রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। বিজেপি-র দাবি, এই ধরনের মন্তব্যের জেরে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধতে পারে। যদিও তিরুমাভলবনের পাল্টা দাবি, ‘‘আমি কেবলমাত্র ‘মনুস্মৃতি’ থেকে লাইন আউড়েছি। এটি নিষিদ্ধ করা উচিত। বিজেপি ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।’’

তিরুমাভলবনের মন্তব্যের প্রতিবাদে তামিলনাড়ু জু়ড়েই বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির মহিলা মোর্চা। পাশাপাশি, তাঁর কাছ থেকে ক্ষমাপ্রার্থনারও দাবি করেছে গেরুয়া শিবির। এ দিন ওই রাজ্যের কাড্ডালোরে এমনই একটি প্রতিবাদসভার আয়োজন করা হয়েছিল। যদিও পুলিশ ওই প্রতিবাদসভার অনুমতি দেয়নি। তা সত্ত্বেও এ দিন সকালে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন খুশবু। তবে চেঙ্গলপট্টিতে তাঁকে বাধা দেয় পুলিশ। এর পর তাঁকে আটক করা হয়।

আরও পড়ুন: ২ নভেম্বর থেকে মিলবে অক্সফোর্ডের টিকা, ব্রিটেনের হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ

আরও পড়ুন: পঞ্জাবের রাবণ-দহনে কেন মোদীর মুখ! বিতর্ক

আটক হওয়ার পর টুইটারে খুশবুর দাবি, ‘অন্য দল প্রতিবাদ করলেও তাঁকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’। এই পক্ষপাত কেন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন খুশবু।

অন্য বিষয়গুলি:

Khushbu Sundar BJP Manusmriti Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy