বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভড়। -ফাইল ছবি।
অযোধ্যায় ‘ভগবান রাম’-এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইমারত বানিয়ে দেওয়ার দাবি জানালেন এক বিজেপি সাংসদ। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো চিঠিতে ঘোসি কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভড় লিখেছেন, ‘‘উনি (রাম) এখন তাঁবুতে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় এ বার রামের জন্য ইমারত গড়ে দেওয়া হোক।’’
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর অযোধ্যার বিতর্কিত এলাকায় জরুরি ভিত্তিতে যে ‘রাম মন্দির’ বানানো হয়েছিল, ‘তাঁবু’ বলতে বিজেপি সাংসদ তাকেই বোঝাতে চেয়েছেন।
ক্ষমতাসীন হওয়ার পর ২০১৫-য় গরীবদের মাথার ছাদ গড়ে দেওয়ার জন্য ওই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রকল্পে পাকা বাড়ি বানিয়ে নেওয়ার জন্য গরীবদের টাকা দেওয়া হয়।
আরও পড়ুন- ভোটের আগে মনমোহনকে নিয়ে ছবি, ফুঁসছে কংগ্রেস, প্রদর্শন বন্ধের হুমকি
আরও পড়ুন- রামমন্দির নয়, আগে চাকরি হোক
অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য সংসদে অর্ডিন্যান্স আনার দাবি জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তার পর সেই দাবি ওঠে দেশের বিভিন্ন প্রান্তে, সঙ্ঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন মহল থেকে। সেই সুরেই এ বার সুর মেলালেন ঘোসির বিজেপি সাংসদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy