কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নালিশ জানাতে আবার নির্বাচন কমিশনের দরবারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘অপয়া’ মন্তব্যের পরে এ বার রাজস্থানে ভোটগ্রহণ চলাকালীন সমাজমাধ্যমে প্রচার চালানোর অভিযোগ এনেছে বিজেপি!
শনিবার রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে হিন্দিতে লিখেছিলেন, ‘‘রাজস্থান বিনামূল্যে চিকিৎসা বেছে নেবে। রাজস্থান বেছে নেবে সস্তা গ্যাস সিলিন্ডার। রাজস্থান বেছে নেবে সুদমুক্ত কৃষিঋণ। রাজস্থান বেছে নেবে ইংরেজি শিক্ষা। রাজস্থান বেছে নেবে ওপিএস (পুরনো পেনশন প্রকল্প)। রাজস্থান বেছে নেবে জাতগণনা।’’
কমিশনের কাছে বিজেপি অভিযোগ জানিয়েছে, ভোটগ্রহণ পর্ব চলাকালীন ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন রাহুল। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজস্থানেরই জালোরে এক জনসভায় রাহুল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের জন্য স্টেডিয়ামে ‘অপয়া মোদী’র উপস্থিতিকে দায়ী করেছিলেন। এর পরেই বিজেপির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে শো-কজ নোটিস পাঠায় কমিশন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy