জলপাইগুড়ি জেলার রাজারহাট মোড় এলাকার বড়কামাত গ্রামে বুধবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, পরকীয়া সম্পর্ক থাকা প্রেমিকের গোপনাঙ্গ কেটে পালিয়ে যান ওই বধূ।
স্থানীয় সূত্রে খবর, রাত ৮টার দিকে ওই বধূ ইব্রাহিম হক নামে এক যুবককে তাঁর বাড়ির পাশে থাকা ভুট্টা খেতে ডেকে পাঠান। পরে, সেখানে পৌঁছোনোর পর প্রেমিকের গোপনাঙ্গ কেটে পালিয়ে যান বধূ। স্থানীয়দের মতে, বধূর স্বামী তাঁর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে তাঁকে সম্পর্ক থেকে বার হতে বাধ্য করেন। কিন্তু যুবক নাছরবান্দা ছিল। গত মঙ্গলবার রাতে বধূর স্বামী ও প্রেমিকের মধ্যে তুমুল ঝামেলা হয়। পরে বুধবার রাতে বধূ স্বামীর নির্দেশেই এই ঘটনা ঘটান।
ঘটনার পর, স্থানীয়েরা ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠান। তাঁর পরিবারের পক্ষ থেকে বধূ ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, তবে তাঁরা পলাতক।