নীতীশ এবং তেজস্বী। গ্রাফিক: সনৎ সিংহ।
নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের দাবি মেনে তাঁদের বিহারে নয়া সরকার গড়ার সুযোগ দিয়েছেন রাজ্যপাল ফাগু চৌহান। বুধবার দুপুর ২টোয় রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন। মহাগঠবন্ধনের বৃহত্তম দল আরজেডির তরফে মঙ্গলবার বিকেলে টুইট করে এ কথা জানানো হয়েছে।
টুইটারে লেখা হয়েছে, ‘আগামিকাল রাজভবনে দুপুর ২টোয় মাননীয় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’ জেডি(ইউ) প্রধান নীতীশ মুখ্যমন্ত্রীপদে এবং আরজেডি নেতা তেজস্বী উপমুখ্যমন্ত্রীপদে শপথ নেবেন বলে আরজেডি সূত্রের দাবি। অন্য মন্ত্রীরা কয়েক দিন পরে শপথ নিতে পারেন বলে লালুপ্রসাদের দলের তরফে ইঙ্গিত মিলেছে।
माननीय मुख्यमंत्री जी और उपमुख्यमंत्री जी का कल अपराहन 2 बजे राजभवन में शपथ ग्रहण समारोह होगा।
— Rashtriya Janata Dal (@RJDforIndia) August 9, 2022
২৪৩ আসনের বিহার বিধানসভায় একটি আসন বর্তমানে খালি রয়েছে। গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। মঙ্গলের সন্ধ্যায় রাজভবনে গিয়ে নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দিয়েছেন বলে আরজেডি সূত্রের খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy