বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করলেন বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)-এর ডিজি মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষকর্তাদের মধ্যে ৫৫তম দ্বিবার্ষিক বৈঠক হয়। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এই ধরনের বৈঠক এই প্রথম। বৈঠকের পর বিএসএফ প্রধান দলজিৎ সিংহ চৌধরির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে সিদ্দিকি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অতিরঞ্জিত। বহু সংখ্যালঘু ভয় পেয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন। বিজিবি তাঁদের সাহায্যের বিষয়ে আশ্বস্ত করে।”
ভারত-বাংলাদেশ সীমান্তের বহু উন্মুক্ত এলাকায় কাঁটাতার বসিয়েছে বিএসএফ। গত কয়েক মাসে এই কাজে বিজিবির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে নিজেদের আপত্তির কথা জানান বিজিবি প্রধান সিদ্দিকি। ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তাঁদের তরফে যে কোনও সমস্যায় যৌথ ভাবে তল্লাশি চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এর পাশাপাশি বিজিবি প্রধান জানান, গত ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কমেছে। প্রসঙ্গত, ভারত এবং বাংলাদেশের মধ্যে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ২২১৭ কিলোমিটার সীমান্ত। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দেশের আরও চার রাজ্য ত্রিপুরা, মেঘালয়, অসম এবং মিজ়োরামের।