ট্রেনে ভ্রমণ করতে করতে হঠাত্ কোনও ভিক্ষুকের মুখে ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে দু-চার কথা বা গান শুনলে অবাক হবেন না! কারণ এ বার এই প্রকল্পগুলিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ট্রেনের ভিক্ষুকদের সামিল করার কথা ভাবছে কেন্দ্র।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের এক আধিকারিক জানান, গ্রাম্য এলাকায় এই প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে ওই মন্ত্রকের অধীনে থাকা সঙ্গীত ও নাট্য বিভাগ বিভিন্ন দল গঠন করে গানের মাধ্যমে এই প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে চলেছে। ওই আধিকারিক আরও জানান, তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গীত ও নাট্য বিভাগ রেজিস্ট্রিকৃত দলগুলিকে ব্যবহারের সিদ্ধান্ত নিলেও মন্ত্রক চাইছে ট্রেনে গান গেয়ে যাঁরা জীবিকা নির্বাহ করেন তাঁদের এ কাজে সামিল করা হবে। এই প্রস্তাবটি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এ বিষয়ে কারিগরি শিক্ষা মন্ত্রকেরও সাহায্য নেওয়া হবে ও বলেও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, এ ধরনের সিদ্ধান্তের একটাই কারণ, আরও বেশি করে জনমানসে সচেতনতা গড়ে তোলা এবং দেশের কোণায় কোণায় এই প্রকল্পের বার্তা ছড়িয়ে দেওয়া। এত দিন ধরে গণমাধ্যমগুলির মাধ্যমে এর সম্প্রচার হত। এ বার সেই ব্যবস্থার আরও ঊর্ধ্বে উঠে নতুন চিন্তা ভাবনা করতে চলেছে কেন্দ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy