Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সপ্তাহে ২৪, এটিএম থেকে মিলবে দিনে ১০ হাজার

সপ্তাহ দুয়েকের মাথায় এটিএমে টাকা তোলার দৈনিক সীমা ফের বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। জানাল, এখন থেকে প্রতিদিন প্রতি ডেবিট কার্ডে তোলা যাবে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ব্যাঙ্ক ও এটিএম মিলিয়ে সপ্তাহে প্রতি কার্ডে টাকা তোলার সীমা আপাতত সেই ২৪ হাজার টাকাই থাকছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৪২
Share: Save:

সপ্তাহ দুয়েকের মাথায় এটিএমে টাকা তোলার দৈনিক সীমা ফের বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। জানাল, এখন থেকে প্রতিদিন প্রতি ডেবিট কার্ডে তোলা যাবে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ব্যাঙ্ক ও এটিএম মিলিয়ে সপ্তাহে প্রতি কার্ডে টাকা তোলার সীমা আপাতত সেই ২৪ হাজার টাকাই থাকছে।

তবে মূলত ব্যবসার কাজে ব্যবহৃত কারেন্ট অ্যাকাউন্টে সাপ্তাহিক ঊর্ধ্বসীমা বাড়ছে। শীর্ষ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, এখন থেকে সপ্তাহে এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে সেখানে। এত দিন যা ছিল ৫০ হাজার টাকা। এই সুবিধা মিলবে ‘ওভারড্রাফ্‌ট’ এবং ‘ক্যাশ-ক্রেডিট’ অ্যাকাউন্টেও। সেখানেও সপ্তাহে টাকা তোলার নতুন সীমা এক লক্ষ।

১ জানুয়ারি থেকে এটিএমে দিনে টাকা তোলার সীমা ২,৫০০ থেকে বাড়িয়ে ৪,৫০০ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সপ্তাহ দুয়েকের মাথায় সেই ঊর্ধ্বসীমা আবার বেড়ে ১০ হাজার টাকা হওয়ায় আমজনতার কিছুটা সুবিধা হওয়ার কথা। কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার সীমা এত দিন ৫০ হাজারে আটকে থাকায় তা নিয়েও অভিযোগ তুলছিলেন ব্যবসায়ীরা। সোমবারের সিদ্ধান্তে তাঁদের কিছুটা সুরাহা হওয়ার কথা।

কিন্তু এ সব সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে এ নিয়ে। যেমন—

(১) খাতায়-কলমে এটিএমে টাকা তোলার সীমা বাড়লেও সেখানে গিয়ে যে কোনও সময় এক লপ্তে ১০ হাজার টাকা সবাই হাতে পাবেন তো? অধিকাংশ এটিএমে টাকার জোগান এখনও যথেষ্ট নয়। পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাচ্ছে না ৫০০ টাকার নোটও। এই পরিস্থিতিতে শুধু এ ভাবে সীমা বাড়িয়ে লাভ হবে কি?

(২) টাকার জোগান যদি সত্যিই অনেকটা স্বাভাবিক হয়ে থাকে, তবে সপ্তাহে তা তোলার সীমা ২৪ হাজারেই বাঁধা থাকল কেন?

(৩) নিজের ব্যাঙ্কের এটিএমে মাসে পাঁচ বার এবং অন্য ব্যাঙ্কের এটিএমে মাসে তিন বারের বেশি লেনদেন করলে এমনিতে ‘ফি’ গুনতে হয়। নোট বাতিলের পরে ডিসেম্বর পর্যন্ত তা নেওয়া হয়নি। কিন্তু অভিযোগ, ব্যাঙ্কগুলি ফের তা নিতে শুরু করেছে। গ্রাহকদের প্রশ্ন, টাকা তোলায় বিধি-নিষেধ যেখানে সরকার চাপিয়ে রেখেছে, সেখানে বেশি বার এটিএম ব্যবহারের খরচ তাঁদের গুনতে হবে কেন?

(৪) কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার সীমা বেড়ে দ্বিগুণ হওয়ায় ছোট-মাঝারি ব্যবসায়ীদের হয়তো কিছুটা সুবিধা হবে। কিন্তু নোটের অভাবে তাঁরা যে ভাবে জেরবার এবং তাঁদের ব্যবসা যতটা নগদনির্ভর, তাতে এতে চিঁড়ে ভিজবে কি?

(৫) শুরুর ‘প্রতিশ্রুতি রেখে’ বাজারে নগদের জোগান ধাপে ধাপে বাড়ানোর পথে আরও এক পা এগোলো কেন্দ্র। কিন্তু পরিস্থিতি কবে পুরো স্বাভাবিক হবে, তার উত্তর কই?

এ দিনের ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, ‘‘লোকদেখানো ঘোষণা। ব্যাঙ্কে টাকা নেই। অবিলম্বে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করুক কেন্দ্র।’’

অন্য বিষয়গুলি:

ATM Withdrawl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE