গভীর খাদে পড়ে বাস। ছবি: সংগৃহীত।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বাস উল্টে নিহত হলেন অন্তত ন’জন। আহত হয়েছেন আট জন। সূত্রের খবর, মাণ্ডি থেকে ফিরছিল ওই পর্যটক বাসটি। তার পরই এই দুর্ঘটনা। কী ভাবে এই দুর্ঘটনা হয়েছে, তা এখনও জানা যায়নি। আপাতত তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ এবং সেনা। স্থানীয়রাও হাত লাগিয়েছেন। বেশ কয়েক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একটি টুইট বার্তায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘পুঞ্চের সজিয়ানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। পুলিশ এবং সেনাকে সর্বোত্তম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’
Saddened by loss of lives due to a road accident in Sawjian, Poonch. Condolences to bereaved families. May the injured recover soon. Rs. 5 lakh would be given to the next of kin of deceased. Directed Police and Civil authorities to provide best possible treatment to the injured.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) September 14, 2022
টুইট করে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লেখেন, ‘পুঞ্চের সজিয়ানের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
The loss of lives in a tragic road accident in Sawjian, Poonch is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) September 14, 2022
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy