অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফাইল চিত্র।
সোমবারের সীমানা সংঘর্ষ নিয়ে এ বার নিরপেক্ষ সংস্থার তদন্ত চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবারের ওই সংঘর্ষের ঘটনায় হিমন্তের পাশাপাশি অসমের চার পুলিশ আধিকারিক, দু’জন আমলা এবং ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মিজোরাম পুলিশ। তারই প্রেক্ষিতে এই হিমন্তের এই ‘দাবি’।
হিমন্ত শনিবার টুইটারে লেখেন, ‘যে কোনও তদন্তে যোগ দিতে পারলে আমরা খুশি হব। কিন্তু ঘটনাটি যখন অসমের এলাকায় ঘটেছে, কেন তদন্তের ভার কোনও নিরপেক্ষ সংস্থাকে দেওয়া হবে না’।
will be very happy to join in any investigation. But why the case is not being handed over to a neutral agency, especially when the place of occurrence is well within the constitutional territory of Assam? Have already conveyed this to @ZoramthangaCM ji https://t.co/v4eDi84isL
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 31, 2021
সোমবার অসমের কাছাড় জেলার ইনার লাইন সংরক্ষিত অরণ্য ঘেরা মিজোরাম সীমানায় দুই রাজ্যের পুলিশের গুলির লড়াইয়ে অসম ছ’জন পুলিশকর্মী নিহত হয়েছিলেন। এরপর মিজোরামের এক পুলিশ ইনস্পেক্টর হিমন্ত এবং অসম পুলিশের চার কর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, অস্ত্র আইন এবং মিজোরাম ‘কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অব কোভিড-১৯ অ্যাক্ট ২০২০’ আইনে মামলা রুজু করেন। তাতে অভিযোগ করা হয়, অসম পুলিশের আইজিপি-র নেতৃত্বে ২০০ জনের সশস্ত্র একটি দল জোর করে তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এসেছিলেন।
সোমবারের সংঘর্ষের ঘটনার পরে অসমবাসীকে মিজোরামে না যাওয়ার পরামর্শ দিয়েছে হিমন্ত সরকার। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্তের আদলে মিজোরাম সীমানায় চেকপোস্ট বসিয়ে মিজোরাম থেকে আসা সমস্ত যানবাহন তল্লাশি শুরু করেছে অসম পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy