ছবি এএফপি।
ধীরে ধীরে অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নামছে জলস্তর। এই মুহূর্তে ২২ জেলার ১৪ লক্ষ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। চলতি বছরে বন্যায় উত্তর-পূর্বের এই রাজ্যে ১৮০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ১৬২ জনের। বাকি ১৮ জনের মৃত্যু হয়েছে ধসের কারণে।
অসমে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড় জেলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওই জেলায় আরও এক ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৪ জেলায় মোট ৪০ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাছাড় জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে প্রায় ৬.৬৯ লক্ষ মানুষ বিপর্যস্ত। নগাঁওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩.৬৩ লক্ষেরও বেশি মানুষ। মরিগাঁওয়ে দুর্ভোগে রয়েছেন ১.৭৯ লক্ষ মানুষ। বরপেটায় বিপর্যয়ের মুখে পড়েছেন ৫৬ হাজার ২১ জন।
এই মুহূর্তে ১৮ জেলায় ৩২৫ ত্রাণশিবির চালু রয়েছে। ৫১ ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। সেখানে এক লক্ষ ৫৫ হাজার ২৭১ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদ ও কপিলি, দিসাং ও বুড়িদিহং নদীর জল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy