Advertisement
০৫ নভেম্বর ২০২৪
CPM

রাজনীতির ময়দানেই প্রেম, কেরলে সিপিএমের বিধায়ককে বিয়ে করলেন দেশের কনিষ্ঠতম মেয়র

কেরল সিপিএমের সদর দফতর একেজি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ দলের নেতা-নেত্রীরা। সেখানে নবদম্পতি লাল মালা বদল করেন।

নবদম্পতিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী বিজয়নের।

নবদম্পতিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী বিজয়নের। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:১১
Share: Save:

মাত্র ২১ বছর বয়সে তিরুঅনন্তপুরমের মেয়র নির্বাচিত হয়ে নজির গড়েছিলেন তিনি। দেশের কনিষ্ঠতম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়া সিপিএমের নেত্রী আর্য রাজেন্দ্রন এ বার বাঁধা পড়লেন সাত পাকে। পাত্র কেরলের কনিষ্ঠতম বিধায়ক তথা সিপিএমের ছাত্রসংগঠন এসএফআইয়ের নেতা সচিন দেব।

রবিবার কেরল সিপিএমের সদর দফতর একেজি সেন্টারে ছিল অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দলের রাজ্য সম্পাদক গোবিন্দন মাস্টার-সহ নেতা-নেত্রীরা। পরিবারের সদস্য এবং দলের নেতাদের উপস্থিতিতে এই দম্পতি লাল মালা বিনিময় করেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই দলীয় সহকর্মী সচিনকে বিয়ে করার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আর্যা।

আর্য এবং সচিন তাঁদের নেটমাধ্যমের পেজে পোস্ট করা বিয়ের আমন্ত্রণপত্রে অতিথিদের কোনও উপহার না আনতে অনুরোধ করেছিলেন। লিখেছিলেন, ‘‘যাঁরা আমাদের উপহার দিতে চান, তাঁদের মুখ্যমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিল বা তিরুঅন্তপুরম পুরসভা পরিচালিত বৃদ্ধাশ্রমে অনুদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

অঙ্ক শাস্ত্র নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন আর্যা। শহরের অল সেন্টস কলেজের বিএসসি-র পড়ুয়া আর্যার বাবা বিদ্যুতের মিস্ত্রি, মা জীবন বিমা নিগমের এজেন্ট। ২০২০ সালে কেরলের রাজধানী শহরের পুরভোটে জয়ের পর তিরুঅনন্তপুরম জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলী শহরের নতুন মেয়র হিসেবে আর্যার নাম বেছে নিয়েছিল। তা অনুমোদন করেন দলের রাজ্য নেতৃত্ব। অন্য দিকে, কোঝিকোড় জেলার বালুসেরি কেন্দ্র থেকে ২০২১ সালে প্রথম বিধানসভা ভোটে জেতেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সচিন।

অন্য বিষয়গুলি:

CPM CPM MLA kerala Pinarayi Vijayan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE