Wife of Rishi Sunak’s wife Akshata Murthy and her controversies dgtl
Rishi Sunak Wife
রয়েছে কর ফাঁকির অভিযোগ, স্ত্রী অক্ষতাকে নিয়ে বিতর্কের জেরেই কি তীরে এসে তরী ডুবল ঋষির?
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং চেয়ারপার্সন সুধা মূর্তির মেয়ে অক্ষতা। ঋষি সুনকের স্ত্রীর একাধিক পরিচয় আছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দেশের নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। প্রথম থেকে লড়াইয়েই ছিলেন সে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। কিন্তু শেষরক্ষা হল না। তাঁকে হারিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। ভারতীয় বংশোদ্ভূত ঋষি বাকি দাপুটে প্রার্থীদের হারিয়ে দেবেন, এমন আশা সম্ভবত তাঁর অনেক সমর্থকও করেননি। ঋষিকে নিয়ে ব্রিটেন জুড়ে হইহই পড়লেও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিও কিছু কম যান না। বেশ কিছু ক্ষেত্রে স্বামীকেও টেক্কা দিতে পারেন অনায়াসে। আবার তাঁকে ঘিরে রয়েছে নানা বিতর্কও।
০২১৫
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং চেয়ারপার্সন সুধা মূর্তির মেয়ে অক্ষতা। ঋষির স্ত্রী ছাড়াও অক্ষতার একাধিক পরিচয় আছে।
০৩১৫
পেশায় ফ্যাশন ডিজাইনার অক্ষতার সঙ্গে ঋষির দেখা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়।
০৪১৫
২০০৯ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করে ঋষি এবং অক্ষতার চার হাত এক হয়।
০৫১৫
এই বছরের শুরুতেও চর্চার কেন্দ্রে ছিলেন অক্ষতা। তাঁর সম্পত্তি, আয়কর এবং রাশিয়ার সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’-এর কারণে তদন্তের আওতায় আসেন অক্ষতা।
০৬১৫
যে সব ব্যক্তি ব্রিটেনের বাইরের বাসিন্দা কিন্তু পেশা সূত্রে ব্রিটেনে রয়েছেন, তাঁদের সে দেশের সরকারকে একটি বিশেষ কর দিতে হয়। ‘প্রভাব খাটিয়ে’ সেই কর ফাঁকির অভিযোগ ওঠে অক্ষতার বিরুদ্ধে।
০৭১৫
ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের অর্থমন্ত্রী হওয়ার আগে ঋষি তাঁর সংস্থার বেশ কিছু শেয়ার অক্ষতার নামে স্থানান্তর করেন। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসেও অংশীদারিত্ব রয়েছে অক্ষতার। এই সংস্থার অফিস রয়েছে রাশিয়াতেও।
০৮১৫
কিভের উপর মস্কোর আগ্রাসনের পর রাশিয়া থেকে আয় হয় এমন ব্যবসাগুলি প্রশ্নের মুখে পড়ে। ব্রিটেনের প্রথম সারির রাজনীতিবিদ হওয়ার সুবাদে স্বাভাবিক ভাবেই অভিযোগের তির ছিল ঋষির দিকে।
০৯১৫
তবে ঋষি তাঁর বা তাঁর স্ত্রীর রাশিয়ায় ব্যবসা চালানোর কথা অস্বীকার করেন।
১০১৫
পরে অবশ্য ইনফোসিসের এক মুখপাত্র একটি সংবাদমাধ্যমকে বলেন, “ইনফোসিস রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধকে সমর্থন করে না এবং শান্তিচুক্তির পক্ষে। রাশিয়ায় ইনফোসিসের একটি ছোট দল রয়েছে। সেখান থেকে কেবল আন্তর্জাতিক গ্রাহকদের পরিষেবা দেওয়া হয়। রাশিয়ার সঙ্গে এই সংস্থার কোনও সক্রিয় যোগ নেই।’’
১১১৫
অক্ষতার পক্ষে বলা হয়, তিনি ভারতীয় নাগরিক। তাই তিনি বিদেশে কর দিতে বাধ্য নন। তবে, তাঁর আয়ের পরিমাণ অনেক বেশি। ইনফোসিসের অংশীদারিত্ব এবং লভ্যাংশের কারণেই তাঁর আয়ের এই রমরমা।
১২১৫
ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়, অক্ষতাকে তাঁর লভ্যাংশের উপর কর দিতে হত। কিন্তু তিনি সরাসরি ব্রিটেনের বাসিন্দা না হওয়ায় তাঁর এই কর মকুব হয়।
১৩১৫
অক্ষতার স্বামী অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকার কারণে এ নিয়ে আরও জলঘোলা হয়। ব্রিটেনের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, ব্রিটেনের সাধারণ নাগরিকদের একাংশ বিষয়টিকে ভাল ভাবে নেননি।
১৪১৫
বিষয়টি নিয়ে বার বার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে অক্ষতা এক সংবাদমাধ্যমে বলেন, ‘‘মানুষ আমাকে আয়কর দেওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আমি ব্রিটেনের আয়ের উপর নির্দিষ্ট কর এবং আন্তর্জাতিক আয়ের উপর আন্তর্জাতিক কর দিয়েছি। এই ব্যবস্থাটি সম্পূর্ণ আইনি। তবে ব্রিটেনের নাগরিক নন এমন কত জন এই কর দেন, তা আমার জানা নেই।’’
১৫১৫
স্ত্রী-কে নিয়ে বিতর্ক থাকলেও সুনক কিন্তু প্রথম থেকেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবল। নিন্দকদের মতে, অনেকেই অক্ষতার সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক এখনও ভোলেননি। আর তার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে।