পর্যটন ও জলমন্ত্রী কপিল মিশ্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে জল বোর্ডের সভাপতি পদ থেকেও। কপিলের বদলে জলমন্ত্রী করা হয়েছে নাজফগড়ের বিধায়ক কৈলাশ গেহলটকে। মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সীমাপুরীর বিধায়ক রাজেন্দ্র পাল গৌতম দিল্লির পুরভোটে হারের পরে কুমার বিশ্বাসের পক্ষ নিয়ে কপিল দিন কয়েক ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তুমুল তরজায় জড়িয়েছিলেন। শনিবার তিনি জানান, আগামিকাল কয়েক জন আপ নেতার বড়সড় কেলেঙ্কারি ফাঁস করে দেবেন। এ দিন তার প্রমাণও তুলে দিয়েছেন কেজরীবালের কাছে। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া মন্ত্রীকে সরানোর কথা জানাতে গিয়ে বলেন, ‘‘জল দফতরের কাজ আশানুরূপ হয়নি। কপিল অবশ্য অনেক চেষ্টা করেছিলেন।’’ দলের একটি সূত্র জানাচ্ছে, জলের ট্যাঙ্কারের খরচ বাড়িয়ে-চড়িয়ে দেখানো নিয়ে কিছু দিন ধরেই বিরোধ চলছিল আপের অন্দরে। মন্ত্রিত্ব খুইয়ে সেটা নিয়ে পাল্টা আক্রমণে যেতে চাইছেন কপিল।
বিজেপির দিল্লি শাখার সভাপতি মনোজ তিওয়ারির মন্তব্য, ‘‘সরকারি টাকা লুঠ হয়েছে। দিল্লিবাসীকে এর ব্যখ্যা দিন মুখ্যমন্ত্রী কেজরীবাল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy