Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Kashmir

ফের উত্তপ্ত কাশ্মীর, বুধবার ভোর রাতে ডোডায় সেনা-জঙ্গি সংঘর্ষে আহত দুই সেনা জওয়ান

বুধবার মধ্যরাতে কাশ্মীরের ডোডায় আবার শুরু হল গুলির লড়াই। এনকাউন্টারে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর।

অশান্ত কাশ্মীর।

অশান্ত কাশ্মীর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১২:২৫
Share: Save:

ফের এক দফা সংঘর্ষ শুরু হল কাশ্মীরে। বুধবার রাত ২টো নাগাদ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে ২ সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি সপ্তাহে ডোডার দেশা জঙ্গলে জঙ্গিদের গুলিতে ৪ সেনা জওয়ান নিহত হওয়ার পর গত চার দিনে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি গুলির লড়াই শুরু হল সেনা ও জঙ্গিদের। বুধবারও আনুমানিক রাত ২ টো নাগাদ সেনাবাহিনীর তরফে ‘এনকাউন্টার’ শুরু হয়। জঙ্গিদের পাল্টা গুলিতে আহত হন ২ সেনা জওয়ান। সেনা ও জঙ্গিদের মধ্যে প্রায় পাঁচ মিনিট ধরে সংক্ষিপ্ত গুলির লড়াই চলে। তবে এখনও পর্যন্ত এনকাউন্টারে কোনও প্রাণহানি হয়নি বলেই সেনা সূত্রে খবর।

বিগত কয়েক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। কাঠুয়া, কুলগাম-সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনাবাহিনীর উপর হয়েছে জঙ্গি হামলা। কখনও সেনা কনভয়ে, কখনও আবার সেনাগাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি। এর পরই জঙ্গি-দমনে ভারতীয় সেনার সঙ্গে হাত মিলিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং আধা-সামরিক বাহিনীর একটি দল সোমবার সন্ধ্যা থেকে দেশার জঙ্গলে চিরুণি তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার নিয়ে টানা চার দিন এই যৌথ তল্লাশি অভিযান জারি রয়েছে। এ ছাড়াও জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবারই ডোডায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন চার জওয়ান। তাঁদের মধ্যে এ রাজ্যের এক সেনাও ছিলেন। দার্জিলিঙের বাসিন্দা ওই জওয়ানের নাম ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। বুধবারই দার্জিলিঙে ফেরানো হয়েছে তাঁর মৃতদেহ। ব্রিজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্য বিষয়গুলি:

Kashmir Jammu and Kashmir Indian Army Doda Encounter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy