অমিত শাহ এবং উদ্ধব ঠাকরে
কোনও ভাবেই খোয়ানো যাবে না শিবসেনাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ পেয়ে শিবসেনা-প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে মুম্বই যাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বৈঠকটি হবে আগামিকাল। দুই শীর্ষ নেতার মধ্যে শেষ বৈঠক হয়েছিল গত বছর। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের জন্য সমর্থন চাইতে উদ্ধবের সঙ্গে দেখা করেছিলেন অমিত। সম্প্রতি পালগড়ে হয়ে যাওয়া উপনির্বাচনের পরে দু’দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ওই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
লোকসভা ভোটের ঠিক এক বছর আগে বিরোধী শিবির যখন একজোট হচ্ছে, তখন এনডিএ শিবিরের ছবিটি সম্পূর্ণ উল্টো। বিহারে নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান উল্টো সুরে কথা বলছেন। সঙ্গ ছেড়েছেন চন্দ্রবাবু নায়ডু। এই পরিস্থিতিতে এনডিএ পুরনো শরিক শিবসেনাকে ধরে রাখতে বিজেপি মরিয়া। তবে শরিকি বিবাদ মেটাতে শিবসেনা যে শর্ত দিয়েছে, মোদী-শাহদের পক্ষে তা মেনে নেওয়া বেশ কঠিন। প্রস্তাবটি হল, রাহুল গাঁধী যে ভাবে কর্নাটকের রাজ্যপাট কুমারস্বামীর হাতে তুলে দিয়ে রাজ্যের বেশির ভাগ লোকসভা আসনে কংগ্রেসের লড়াইয়ের রাস্তা খোলা রেখেছেন, সে ভাবেই শিবসেনাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিক বিজেপি। তার বদলে লোকসভা ভোটে বিজেপিকে মহারাষ্ট্রে অতিরিক্ত আসন ছেড়ে দিতে আপত্তি নেই শিবসেনার। বিহারে যেমন নীতীশই এনডিএর মুখ, মহারাষ্ট্রেও সেই সমীকরণ চায় শিবসেনা।
বিজেপির কাছে সমস্যা হল, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের মাধ্যমে পীযূষ গয়াল, নিতিন গডকড়ী ও অমিত শাহের মতো দলের কিছু শীর্ষ নেতা মুম্বই প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখেন। লোকসভা ভোটের আগে সেই রাশ আলগা করা সম্ভব নয়। তা ছাড়া মুম্বই পুরসভা গঠনের সময়ে রাজস্ব বা তহবিল নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের তিক্ততা চরমে ওঠে। ফলে ভোটের আগে শিবসেনার সমীকরণ মানা সম্ভব কি না, সেই প্রশ্ন উঠেছে বিজেপিতে। অতীতেও বিভিন্ন সময়ে শিবসেনার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বিজেপির। অটলবিহারী বাজপেয়ীর জমানায় পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া চলাকালীন সে দেশের ক্রিকেট দলের সফরের আগে স্টেডিয়ামের পিচ খুঁড়ে দিয়েছিল শিবসেনার সমর্থকেরা। বালসাহেব ঠাকরের সঙ্গে বৈঠক করতে দ্রুত মুম্বই যান লালকৃষ্ণ আডবাণী। সে সময়ে দু’পক্ষের মধ্যে মনোমালিন্য হলেও, দু’দলের মধ্যে জমি টানাটানি এত তীব্র ছিল না।
আরও পড়ুন: সঙ্ঘ-প্রথা মানবেন কি প্রণব, নজর আজ নাগপুরে
শরিক শিবসেনাকে পাশে রাখার বার্তা দিতেই অমিতের এই সফর। যদিও বিজেপি বলছে, জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসাবেই উদ্ধবের সঙ্গে দেখা করবেন অমিত। এ বারের মুম্বই সফরে রতন টাটা, লতা মঙ্গেশকর, মাধুরী দীক্ষিতের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে বিজেপি সভাপতির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy