কাজ এখনও শেষ হয়নি, পুণেতে বললেন অমিত শাহ। — ফাইল ছবি।
পঞ্চায়েত থেকে সংসদ— এক টানা তিন দশক বিজেপিকে ক্ষমতায় রাখতে হবে। একমাত্র তাহলেই ভারত প্রকৃত অর্থে বিশ্বগুরু হয়ে উঠবে। তিনি বলেন, ‘‘আমাদের কাজ এখনও শেষ হয়নি।’’
শনিবার মহারাষ্ট্রের পুণেতে নরেন্দ্র মোদীর উপর লেখা একটি বইয়ের মরাঠী অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহ। সেখানেই তিনি জানিয়ে দেন, তাঁদের কাজ এখনও শেষ হয়নি। তার পরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা যদি সত্যিই ভারতকে বিশ্বগুরু হিসাবে গড়ে তুলতে চাই তাহলে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তা নিশ্চিত করতে হবে।’’
মোদীর উপর লেখা বই সম্পর্কে বলতে গিয়ে শাহ বলেন, ‘‘আপনারা যদি জানতে চান, একটি সফল গণতন্ত্র কী ভাবে তৈরি করা যায়, কী ভাবে সফল ভাবে গণতন্ত্রকে পরিচালনা করতে হয়, তাহলে এই বইটিতে তার জবাব পাবেন।’’
𝐎𝐮𝐫 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐲𝐞𝐭!
— BJP (@BJP4India) February 18, 2023
If we truly wish to see Bharat as a 'Vishwa Guru', we will have to ensure at least 30 years for the Bharatiya Janata Party to serve the nation right from Panchayat to Parliament levels.
- Shri @AmitShah pic.twitter.com/r5DUVrRB8n
এ দিনের অনুষ্ঠানে শাহ নির্বাচন কমিশনের শিবসেনা সংক্রান্ত নির্দেশ নিয়েও নিজের মত জানান। শুক্রবার, নির্বাচন কমিশন একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক চিহ্ন ব্যবহার করার অনুমতি দিয়েছে। তা নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে তুমুল আক্রমণ শানিয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। তা নিয়ে শাহ বলেন, ‘‘গতকাল (শুক্রবার) নির্বাচন কমিশন ‘দুধ কা দুধ, পানি কা পানি’ করে দিয়েছে। সত্যমেব জয়তে হয়েছে।’’
২০১৪-য় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে ‘বিশ্বগুরু’ বানানোর প্রয়াস চলছে। বিজেপিকে একটানা ৩০ বছর ক্ষমতায় রাখার শাহি-শপথও নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার বিভিন্ন মঞ্চে শাহ এ কথা বলেছেন। দাবি করেছেন, বিজেপির হাতেই ভারতের উন্নয়ন এবং অগ্রগতি নিহিত আছে। বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চেও আরও এক বার স্পষ্ট করে সেই দাবিই উঠে এল তাঁর গলায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy