সুনীল মিত্তল। ফাইল ছবি।
পারিশ্রমিক প্রায় ৫ শতাংশ কমে গেল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের প্রধান সুনীল মিত্তলের। সংস্থার বার্ষিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ‘লোয়ার পারক্যুইজিট ভ্যালু’র কারণে পারিশ্রমিক কমেছে সুনীলের। এর ফলে সুনীলের পারিশ্রমিক হয়েছে ১৫ কোটি ৩৯ লক্ষ টাকা।
২০২০-২১ অর্থবর্ষে সুনীলের বাৎসরিক পারিশ্রমিক ছিল ১৬ কোটি ১৯ লক্ষ টাকা। কিন্তু ‘লোয়ার পারক্যুইজিট ভ্যালু’র কারণে বর্তমান অর্থবর্ষে তা কমে হয়েছে ১৫ কোটি ৩৯ লক্ষ টাকা।
পারক্যুইজিটের অর্থ হল, সংস্থা বেতন বাদে আর যা যা সুযোগ সুবিধা কর্মীকে দেয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রশ্নের জবাবে এয়ারটেলের মুখপাত্র জানিয়েছেন, গত বছরের থেকে সুনীলের সামগ্রিক পারিশ্রমিকে কোনও বদল আসেনি। পারিশ্রমিক যতটা কমেছে তা হয়েছে পারক্যুইজিট ভ্যালুর অবমূল্যায়নের কারণে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy