১৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্বের এক নম্বরে
সময় লেগেছিল ১৫ ঘণ্টা। না থেমে একলপ্তে ১৫,১০০ কিলোমিটার পাড়ি দিয়ে নয়া নজির গড়ল এয়ার ইন্ডিয়া। শুধু তাই নয়, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় বিশ্বের দীর্ঘতম পথ পেরনোর পালকটিও যুক্ত হল এয়ার ইন্ডিয়ার মুকুটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার যে পুরনো রাস্তা সেটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। কিন্তু এ বার অতলান্তিকের উপর দিয়ে নতুন যে রাস্তাটি আবিষ্কার করা হয়েছে তাতে ১,৪০০ কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হয়। কিন্তু অদ্ভূত ভাবে এতে সময় দু’ঘণ্টা কম লাগে। কী ভাবে?
আরও পড়ুন- পৃথিবীর যে রহস্যগুলির সমাধান করেছে মানুষ
আরও পড়ুন- দিওয়ালি পার্টিতে বচ্চনদের হোস্ট কে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy