মাঝ আকাশ থেকে ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। মুম্বই থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু আট ঘণ্টা ওড়ার পর বিমানটি আবার মুম্বইয়ে ফিরে আসে। ওই বিমানের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি রবিবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছিল। তাতে ছিলেন মোট ৩০৩ জন যাত্রী। এ ছাড়াও ১৯ জন বিমানকর্মী ছিলেন। বিমানটি পশ্চিম এশিয়ার আজ়ারবাইজানের উপর দিয়ে যাওয়ার সময় একটি হুমকিবার্তা পায় বলে অভিযোগ। বলা হয়, বিমানের মধ্যে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।
আরও পড়ুন:
মাঝ আকাশ থেকেই বিমানটি মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। নিউ ইয়র্কে পৌঁছোতে তখনও সাত থেকে আট ঘণ্টার পথ বাকি ছিল। তাই কোনও ঝুঁকি নিতে চাননি বিমান কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে ওই বিমান মুম্বইয়ের বিমানবন্দরে নামে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনও বোমা পাওয়া যায়নি। অর্থাৎ, কেউ বা কারা এয়ার ইন্ডিয়াকে ভুয়ো হুমকি দিয়েছিলেন। বিমানটি মঙ্গলবার ভোর ৫টা নাগাদ আবার রওনা দেবে।
যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিমান সংস্থা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এয়ার ইন্ডিয়া যাত্রীদের সুরক্ষার বিষয়টিকেই সর্বদা প্রাধান্য দিয়ে থাকে। সেই কারণেই বিমান মুম্বই ফেরানোর সিদ্ধান্ত। যাত্রীদের জন্য মঙ্গলবার পর্যন্ত থাকা-খাওয়া এবং প্রয়োজনীয় যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে সংস্থার তরফে।
উল্লেখ্য, কিছু দিন আগে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে সমস্যা দেখা দিয়েছিল। বিমানের শৌচাগার নোংরা হওয়ায় মাঝ আকাশ থেকে আবার তা ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শিকাগো থেকে দিল্লির দিকে আসছিল ওই বিমান। ১০ ঘণ্টা ওড়ার পর তা আবার শিকাগোতে নামে। পরে ওই বিমানযাত্রার অন্য সময় নির্দিষ্ট করা হয়।