Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Air India Flight

৩৬ ঘণ্টা পর রাশিয়া থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিকল্প বিমান! গেলেন ২১৬ যাত্রী

সোমবার সকালে দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু মাঝ আকাশেই ‘ফ্লাইট ইঞ্জিনে’ গোলমাল ধরা পড়ায় রাশিয়ায় জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

Air India flight departs for San Francisco from Russia after over 36 hours

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১০:৫৯
Share: Save:

প্রায় ৩৬ ঘণ্টা পর রাশিয়া থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার সেই বিমানটি। বৃহস্পতিবার সকাল ৫টা ১৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার তরফে একটি টুইট করে জানানো হয়, নির্বিঘ্নেই আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিয়েছে বিমানটি। নিরাপদে রয়েছেন বিমানের সব কর্মী এবং যাত্রীরাই।

গত সোমবার সকালে দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু মাঝ আকাশেই বিমানের ‘ফ্লাইট ইঞ্জিনে’ গোলমাল ধরা পড়ে বলে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানান। বিপদ বুঝেই নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। মাগাদনের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সঙ্কেত পেতেই তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় সেখানে। তার পর সেখানেই ৩৬ ঘণ্টা আটকেছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, মুম্বই থেকে বিকল্প বিমান মাগাদনে গেলে যাত্রীদের নিরাপদে সান ফ্রান্সিসকো পৌঁছে দেওয়া হবে। যাত্রীদের থাকার জন্য আপৎকালীন পদক্ষেপও করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কিন্তু প্রান্তিক এই শহরে যাত্রীদের অপরিচ্ছন্ন পরিবেশে থাকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এই বিষয়ে মুখ খোলে আমেরিকাও। সে দেশের বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত পটেল সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা জানি আমেরিকায় আসা একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে আমেরিকার কত জন নাগরিক ছিলেন।” এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, সান ফ্রান্সিসকোগামী ওই বিমান এআই১৭৩-তে ২১৬ জন যাত্রী ছিলেন। সেই সঙ্গে পাইলট, কো-পাইলট, বিমানকর্মী মিলে আরও ১৬ জন ছিলেন।পরে আমেরিকার তরফে জানানো হয়, ওই বিমানে ৫০ জনেরও কম আমেরিকার নাগরিক রয়েছেন। তাঁরা যে কেউই কোনও সাহায্যের জন্য রাশিয়ার আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তা-ও জানিয়ে দেওয়া হয় জো বাইডেন প্রশাসনের তরফে।

অন্য বিষয়গুলি:

Air India Flight Air India US Russia San Francisco Emergency Landing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy