Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
National News

চিট ফান্ডের মালিকের সুইমিং পুলে ৩০০ কেজি ‘সোনা’! চোখ কপালে উঠল তদন্তকারীদের

প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই নকল সোনা দেখিয়েই অর্থলগ্নি করতে সাধারণ মানুষকে আকর্ষণ করা হত।

সুইমিং পুলের নীচে এ ভাবেই রাখা ছিল নকল সোনার বাট। ছবি: টুইটারের সৌজন্যে

সুইমিং পুলের নীচে এ ভাবেই রাখা ছিল নকল সোনার বাট। ছবি: টুইটারের সৌজন্যে

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ১৫:০৯
Share: Save:

ছ’তলার উপরে সুইমিং পুল। তার মধ্যেই লুকিয়ে রাখা ছিল ‘খাজানা’। থরে থরে সাজানো ‘সোনা’র বাট। কর্নাটকের পন‌্জি স্কিম ‘আইএমএ’র কর্ণধার মহম্মদ মনসুর খানেবেঙ্গালুরুর একটি ভবনে অভিযান চালিয়ে এমনই ‘গুপ্তধন’-এর সন্ধান পেল কর্নাটকের বিশেষ তদন্তকারী দল। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ৩০৩ কেজিরও বেশি ‘সোনা’ উদ্ধার হয়েছে। তবে সবই নকল!

প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই নকল সোনা দেখিয়েই অর্থলগ্নি করতে সাধারণ মানুষকে আকর্ষণ করা হত। তার পর এই কেলেঙ্কারি সামনে আসতেই ভয় পেয়ে ওই সুইমিং পুলের নীচে লুকিয়ে ফেলেছিলেন সংস্থার কর্ণধার মহম্মদ মনসুর খান। তার পর দেশ ছেড়েছিলেন। তদন্তে ধৃতদের জেরা করে ওই ভবনে অভিযান চালান বিশেষ তদন্তকারী দলের সদস্যরা।

ছ’তলার ওই ভবনের সুইমিং পুলের নীচে থেকে উদ্ধার করার পর গুনে দেখা যায় মোট ৫৮৮০টি সোনার বাট। যার ওজন ৩০৩ কেজি। সমস্ত নকল সোনা বাজেয়াপ্ত করেছে এসআইটি।

এ রাজ্যে যেমন সারদা বা রোজভ্যালি নিয়ে তোলপাড় হয়েছিল, তেমনই মাস কয়েক আগে থেকে কর্নাটকে হইচই শুরু হয়েছে এই ‘আইএমএ’ পন্‌জি স্কিম নিয়ে। সারদা কেলেঙ্কারি সামনে আসার কিছুদিন আগে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন সংস্থার কর্নধার সুদীপ্ত সেন। অবশেষে সোনমার্গে গ্রেফতার হন। প্রায় একই ভাবে কেলেঙ্কারি ফাঁস হওয়ার আঁচ করেই ‘আইএমএ’ কর্ণধার মনসুর খান পালিয়েছিলেন দুবাইয়ে। সেখান থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দরেই গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পডু়ন: সিদ্ধান্ত ‘বিপজ্জনক’ প্রমাণ করতেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান, প্রতিক্রিয়া ভারতের

ইতিমধ্যেই তদন্তে নেমে মনসুর খানের প্রায় ২০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এসআইটি। তার মধ্যে ২০টি স্থাবর সম্পত্তি এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার করা হয়েছে সংস্থার ১২ জন ডিরেক্টর, বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার, বেঙ্গালুরু উত্তর মহকুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়ার পর গোনা হচ্ছে নকল সোনার বাট। ছবি: টুইটারের সৌজন্যে

আরও পড়ুন: স্ত্রীর আত্মহত্যা! গ্রেফতার হলেন ‘বাহুবলী’র অভিনেতা

সারদার মতোই একাধিক রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের যোগ থাকার প্রাথমিক প্রমাণও পেয়েছে ইডি। ইতিমধ্যেই কর্নাটকের কংগ্রেস বিধায়ক জামির আহমেদ খানকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। আর এক প্রাক্তন বিধায়ক রোশন বেগকে জিজ্ঞাসাবাদের নোটিস দিলেও তিনি ইডির সামনে হাজির হননি।

অন্য বিষয়গুলি:

Ponzy Scheme Karnataka Bengaluru Fake Gold Mansoor Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy