Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Margaret Alva

Vice President Election 2022: আম আদমি পার্টির সমর্থন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী আলভাকে

মঙ্গলবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও আলভাকে সমর্থন জানানোর কথা জানিয়েছিল। বুধবার সমর্থন জানানোর কথা জানাল কেজরিবালের দল।

মার্গারেট আলভা।

মার্গারেট আলভা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২০:১৮
Share: Save:

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন দেওয়ার কথা জানাল আম আদমি পার্টি। বুধবার দলের সাংসদ সঞ্জয় সিংহ একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “আমরা বিরোধী দলগুলির তরফে মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন জানাতে চলেছি।” মঙ্গলবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও আলভাকে সমর্থন জানানোর কথা জানিয়েছিল। সচরাচর বিরোধী শিবির, মূলত কংগ্রেসের সঙ্গে সচেতন দূরত্ব বজায় রেখে চলা কেজরীবালের দল রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানিয়েছিল। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ডে সরকার চালানো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনে শাসক দলের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছিল।

বিরোধী দলগুলির সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে আলভা গত ১৯ জুলাই মনোনয়ন পেশ করেন। এনসিপি নেতা শরদ পওয়ারের বাসভবনে ১৭টি দল বৈঠকে বসে আলভার নাম চূড়ান্ত করে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেওয়া তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে বলে সিদ্ধান্ত নেয়।

আগামী ৬ অগস্ট দেশের ষো়ড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনে আলভার সঙ্গে শাসকদল মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়ের প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীকে ভোট দিয়ে নির্বাচিত করেন সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। রাজ্যসভা ও লোকসভায় শাসকদলের এখন যা শক্তি, তাতে পাটিগণিতের সহজ অঙ্কেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের জয় নিশ্চিত। তবু নিজের অনুকূলে আরও বেশি দলের সমর্থন জোগাড় করতে চাইছেন আলভা। পুরনো সম্পর্কের সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থনও পেতে চয়েছেন আলভা। তবে তৃণমূল এখনও পর্যন্ত তাঁদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করার কোনও ইঙ্গিত দেয়নি।

আরও পড়ুন:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy