আম আদমি পার্টির সকলেই আশুতোষকে ভালবাসেন, জানালেন অরবিন্দ কেজরীবাল। ছবি: টুইটার।
তিনি দল ছাড়তে চান। কিন্তু দল তাঁকে ছাড়তে চায় না! অন্তত কেজরীবাল তো ননই।
এ ভাবেই আম আদমি পার্টি (আপ)-র ক্ষুব্ধ নেতা আশুতোষের ইস্তফার ইচ্ছায় আপাতত জল ঢেলে দিলেন অরবিন্দ কেজরীবাল। সাফ বললেন, “আপনার ইস্তফা কী ভাবে গ্রহণ করতে পারি? নিজের জীবদ্দশায় তো নয়ই। এর কয়েক মিনিট পরেই ফের কেজরীবালের টুইট, “আশুতোষ, আমরা সকলেই আপনাকে খুব ভালবাসি।”
স্বাধীনতা দিবস উদ্যাপনের মধ্যেই বুধবার সকালে দল থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন আপ নেতা আশুতোষ। টুইট করে তিনি বলেন, “সব পথচলাই শেষ হয়। আপের সঙ্গে আমার সম্পর্কেরও একটা শেষ রয়েছে। আমি দল থেকে ইস্তফা দিয়ে দিয়েছি। দলকে তা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।”
আরও পড়ুন
ক্যানসার রোগীর সাহায্যে নিজের চুলই কাটিয়ে ফেলল তিন বছরের এই শিশু!
How can we ever accept ur resignation?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 15, 2018
ना, इस जनम में तो नहीं। https://t.co/r7Y3tTcIOZ
কিন্তু, কেন এই ইস্তফা? নিজের টুইটে তা-ও জানিয়েছেন আশুতোষ। তিনি লিখেছেন, “কারণটা অত্যন্ত ব্যক্তিগত।”
এই সিদ্ধান্তের আসল কারণ নিয়ে নানা জল্পনা শুরু হলেও তা নিয়ে মুখ খুলতে চাননি আশুতোষ। মিডিয়াকে সহযোগিতার অনুরোধ করে প্রাক্তন সাংবাদিক আশুতোষের টুইট, তাঁর গোপনীয়তাকে সম্মান জানানো হোক।
আরও পড়ুন
এ বারও পতাকা তুলল, কিন্তু মন বেজার হায়দরের, এ দেশটা তার থাকবে তো?
আশুতোষের ঘনিষ্ঠ মহলের দাবি, এটা কোনও হঠকারি সিদ্ধান্ত নয়। বরং তা ‘দীর্ঘ ভাবনা-চিন্তার ফসল।’ গত মাস তিনেক ধরেই পার্টি থেকে দূরে বিদেশে সময় কাটাচ্ছিলেন আশুতোষ। সরকারি ভাবে যদিও দলকে জানিয়েছিলেন, বই লেখার জন্য তাঁর কিছুটা সময় প্রয়োজন। তবে আশুতোষের ইস্তফার পিছনে রাজ্যসভায় তাঁকে মনোনীত না করার আপের সিদ্ধান্তই কাজ করেছে বলে মনে করছেন অনেকে। গত জানুয়ারিতে সাত জন বিশিষ্ট ব্যক্তির কাছে ওই পদের জন্য প্রস্তাব দিয়েছিল আপ নেতৃত্ব। তবে ওই সাত জনই তা প্রত্যাখ্যান করেন। এর পর অনেকেই ভেবেঠিলেন, আশুতোষের মনোনয়ন পাওয়াটা নিশ্চিত। কিন্তু শেষমেশ তা হয়নি। বরং আপের শীর্ষ নেতা সঞ্জয় সিংহ, দিল্লির ব্যবসায়ী সুশীল গুপ্ত এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এন ডি গুপ্তকে মনোনীত করে দল। তাতেই আশুতোষের ক্ষোভের আগুনের আরও হাওয়া লাগে বলে মত অনেকের।
আশুতোষের এই সিদ্ধান্ত বদলানোর কেজরীবাল যতই চেষ্টা করুন না কেন, শেষমেশ তাতে তিনি সাড়া দেবেন কি? প্রশ্ন এখন সেটাই!
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy