Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Mughalsarai

শুধু মুগলসরায় নয়, সম্প্রতি বদলেছে এই স্টেশনগুলির নামও

শুধু মুগলসরাই স্টেশনের নাম নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ, ঐতিহ্যশালী রেল স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১২:১৩
Share: Save:
০১ ০৬
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনের নাম বদলে সম্প্রতি রাখা হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনের নাম বদলে সম্প্রতি রাখা হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস।

০২ ০৬
পশ্চিম রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশন। সম্প্রতি এই স্টেশনের নাম বদলে করা হয়েছে প্রভাদেবী।

পশ্চিম রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশন। সম্প্রতি এই স্টেশনের নাম বদলে করা হয়েছে প্রভাদেবী।

০৩ ০৬
সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেঙ্গালুরু সিটি রেল স্টেশনের নাম পরিবর্তন করেছে। নতুন নাম করা হয়েছে ক্রান্তিবীর সাংগোলি রায়ন্না রেল স্টেশন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেঙ্গালুরু সিটি রেল স্টেশনের নাম পরিবর্তন করেছে। নতুন নাম করা হয়েছে ক্রান্তিবীর সাংগোলি রায়ন্না রেল স্টেশন।

০৪ ০৬
গত বছরের নভেম্বরে মুম্বইয়ের ওশিওয়ারা স্টেশনের নাম পরিবর্তন করে কেন্দ্র। নতুন নাম রাখা হয় রাম মন্দির রেল স্টেশন।

গত বছরের নভেম্বরে মুম্বইয়ের ওশিওয়ারা স্টেশনের নাম পরিবর্তন করে কেন্দ্র। নতুন নাম রাখা হয় রাম মন্দির রেল স্টেশন।

০৫ ০৬
গত বছরের জুলাই মাসে মহু স্টেশনের নাম পরিবর্তন করে। মধ্যপ্রদেশের ইনদওরের এই স্টেশনের নাম রাখা হয় বি আর অম্বেডকরের নামে।

গত বছরের জুলাই মাসে মহু স্টেশনের নাম পরিবর্তন করে। মধ্যপ্রদেশের ইনদওরের এই স্টেশনের নাম রাখা হয় বি আর অম্বেডকরের নামে।

০৬ ০৬
রবিবার, ১৪ অক্টোবর থেকে উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী মুগলসরায় স্টেশনের নাম বদলে গেল, নতুন নাম হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’ স্টেশন।

রবিবার, ১৪ অক্টোবর থেকে উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী মুগলসরায় স্টেশনের নাম বদলে গেল, নতুন নাম হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’ স্টেশন।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE