প্রতারণার ধৃতদের সঙ্গে পুলিশ। ছবি: সংগৃহীত।
আবার অনলাইন প্রতারণার পর্দাফাঁস। দিল্লিতে পুলিশের হাতে ধরা পড়লেন ৫ আফ্রিকার নাগরিক এবং এক দিল্লিবাসী মহিলা। অন্যের ছবি লাগিয়ে ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে প্রতারণার ফাঁদে ফেলে টাকা তুলত এই চক্র। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক গ্যাজেট।
ডিজিটাল দুনিয়ায় সম্পর্ক স্থাপনে ডেটিং অ্যাপের জুড়ি মেলা ভার। কিন্তু এই অ্যাপের মধ্যে দিয়েই কখন যে প্রতারণাচক্রের বিছানো ফাঁদে পা দিয়ে ফেলছেন, বুঝতেও পারছেন না। তেমনই একটি ঘটনার পর্দাফাঁস করল পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার হলেন আফ্রিকার ৫ নাগরিক এবং দিল্লির বাসিন্দা এক মহিলা। ধৃতদের মধ্যে চার জন নাইজেরিয়ার বাসিন্দা, একজনের বাড়ি পাপুয়া নিউ গিনিতে। চণ্ডীগড় পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ সুপার কেতন বনসল এ কথা জানিয়েছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, ৩টি মোডেম এবং একটি ল্যান্ড লাইন টেলিফোন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রতারকরা বিভিন্ন বাজারচলতি ডেটিং অ্যাপে অন্যের ছবি দিয়ে ভুয়ো প্রোফাইল খুলতেন। তার মাধ্যমে লোকজনের সঙ্গে আলাপ জমিয়ে প্রতারণার ফাঁদে ফেলতেন এবং তার পর তাঁদের কাছ থেকে টাকা নিতেন। এমন একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। দেখা যায়, দিল্লি থেকে চলছে প্রতারণার রমরমা কারবার। সেই মতো অভিযান চালিয়ে আফ্রিকার ৫ নাগরিক এবং এক দিল্লিবাসী মহিলাকে গ্রেফতার করে চণ্ডীগড় পুলিশ। এই চক্রে আর কারা জড়িত? ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করবে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy