Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
UP Assembly Election 2022

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ বিকেল ৪টে নাগাদ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২০
Share: Save:

আজ, সোমবার ভাষা দিবস। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করতে দুই বাংলা জুড়ে নানান অনুষ্ঠান, কর্মসূচি রয়েছে। আজকের এই ২১ ফেব্রুয়ারি দিনটি রাষ্ট্রপুঞ্জের ডাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। আজ বিকেল ৪টে নাগাদ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

আনিস খুনের প্রতিবাদে মিছিল

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে পারে রাজনৈতিক দলের একাংশ। এর প্রতিবাদে বিকেল ৩টেয় কলকাতার ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করার কথা বামেদের। প্রদেশ কংগ্রেস দফতরের সামনে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে পারে ছাত্র পরিষদ। উত্তর কলকাতায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপি-র। এ ছাড়া হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের।

সাধন পাণ্ডের শেষকৃত্য

আজ প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ কাঁকুড়গাছির বাড়িতে এবং তার পর গোয়াবাগানের বাড়িতে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রয়াত মন্ত্রীর দেহ শায়িত থাকবে বিধানসভা ভবনে। এর পর শেষকৃত্যের জন্য নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে।

গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

উত্তরপ্রদেশের ভোট-বুক:

উত্তরপ্রদেশের চতুর্থ দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আনন্দবাজার অনলাইনের বিশেষ নির্বাচনী পরিক্রমায় আজ রয়েছে আগরা-তাজমহল-রাজনীতি। নজর থাকবে সে দিকে।

ইউক্রেন পরিস্থিতি

সীমান্ত এলাকা নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ইউক্রেন সীমান্তে সেনা মজুত করছে রাশিয়া। এই পদক্ষেপকে যুদ্ধের প্রস্তুতি হিসাবেই দেখছে আমেরিকা। আজ নজর থাকবে সে দিকে।

পুরভোট মামলা হাই কোর্টে

বিগত পুরভোটে অশান্তি এবং আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলাটির শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানি হতে পারে।

শুভেন্দু মামলা হাই কোর্টে

তাঁর বাড়িতে পুলিশি নজরদারির বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ওই মামলাটির শুনানি হতে পারে উচ্চ আদালতে। ওই মামলায় গত শুনানিতে আদালতে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য।

রাজ্য মন্ত্রিসভার বৈঠক

আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে আজ বৈঠকে বসার কথা রাজ্য মন্ত্রিসভার। ওই বৈঠকে বাজেট কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত পাশ হলে সেই ফাইল রাজভবনে পাঠানোর কথা। তার পর বাজেট অধিবেশনের অনুমতি দিতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফলে নজরে থাকবে ওই বৈঠকের দিকে।

আবহাওয়ার খবর

রবিবার রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের মতে, কলকাতা-সহ কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্য বিষয়গুলি:

UP Assembly Election 2022 Weather Update Sadhan Pande
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy