পুজোর আগে বড় ঘোষণা রেলের প্রতীকী চিত্র
পুজোর আগে ১১ লক্ষ কর্মচারীকে দীপাবলি বোনাস দিতে চলেছে ভারতীয় রেল। মোট ৭৮ দিনের বোনাস পাবেন তাঁরা। বুধবার রেল মন্ত্রকের প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানানো হয়েছে, ২০২০-’২১ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ নন-গেজেটেড কর্মচারী এই বোনাস পাবেন।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ২০১৯-’২০ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ ৫৮ হাজার কর্মচারীকে ৭৮ দিনেরই বোনাস দেওয়া হয়েছিল। তার জন্য খরচ হয়েছিল মোট ২ হাজার ৮১ কোটি ৬৮ লক্ষ টাকা। ২০২০ সালে রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয় প্রতি মাসে সর্বোচ্চ সাত হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। সেই সিদ্ধান্তের কথাই বুধবার ঘোষণা করল কেন্দ্র।
সাধারণত প্রতি বছর পুজোর আগে নন-গেজেটেড কর্মচারীদের বোনাস দেয় ভারতীয় রেল। আরপিএফ ও আরপিএসএফ কর্মচারী বাদে বাকিদের এই বোনাস দেওয়া হয়। কত দিনের বোনাস দেওয়া হবে তার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভাকে দেয় রেল মন্ত্রক। তার পরে মন্ত্রিসভার অনুমোদনের পরে বোনাসের ঘোষণা করে রেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy