আর কিছু দিন পরই শুরু হতে চলেছে বাংলা নতুন বছর ১৪৩২। নববর্ষ মানেই নতুন জামাকাপড় কেনার আনন্দ। জ্যোতিষশাস্ত্র মতে, রঙের বিচার করে পোশাক পরলে নানা শুভ ফল লাভ করা যায়। রাশি অনুযায়ী পোশাকের রং মেনে পরলে বাংলা নতুন বছরে নানা ভাল ফল পেতে পারেন।
দেখে নেব রাশি অনুযায়ী কোন রাশি কী রঙের পোশাক পরবেন?
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরে লাল রঙের পোশাক শুভ। শনির ‘বিষনজর’ থেকেও রক্ষা পাবেন।
বৃষ– বাংলা নতুন বছরে বৃষ রাশির জাতক-জাতিকারা গোলাপি এবং সাদা রঙের পোশাক পরবেন।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা বাংলা নতুন বছরে গোলাপি, হলুদ, সবুজ এবং সাদা রঙের পোশাক পরবেন।
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা লাল, সাদা, রুপোলি এবং সোনালি রঙের পোশাক পরতে পারেন।
সিংহ– সিংহ রাশির ব্যক্তিরা লাল এবং কমলা রঙের পোশাক পরতে পারেন।
কন্যা– বাংলা নতুন বছরে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সাদা, সবুজ এবং ধূসর রঙের পোশাক পরা উপযুক্ত হবে।
তুলা– শুভ ফল পেতে তুলা রাশির ব্যক্তিরা এই নতুন বছরে নীল ও সবুজ রঙের পোশাক পরতে পারেন।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বাংলা নতুন বছরে হলুদ এবং লাল রঙের পোশাক পরতে পারেন।
ধনু– বাংলা নতুন বছর শুভ করে তুলতে ধনু রাশির জাতক-জাতিকারা কমলা এবং হলুদ রঙের পোশাক পরতে পারেন।
আরও পড়ুন:
মকর– মকর রাশির জাতক-জাতিকাদের বেগুনি এবং সাদা রঙের পোশাক ব্যবহার করা ঠিক হবে।
কুম্ভ– বাংলা নতুন বছরে কুম্ভ রাশির ব্যক্তিদের হালকা নীল বা আকাশি এবং সাদা রঙের পোশাক পরা উপযুক্ত হবে।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বাংলা বছরে হালকা হলুদ, আকাশি এবং সাদা রঙের পোশাক পরা শুভ হবে।