আমাদের শরীরের নানা অঙ্গ মাঝেমধ্যেই কেঁপে ওঠে। আমরা প্রত্যেকেই মাঝেমধ্যে এই রকম অনুভূতির মধ্যে দিয়ে যাই। এরই মধ্যে চোখের পাতা কাঁপার পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই ব্যাপারে নানা কথা বলা রয়েছে। চোখের পাতা কাঁপা শুভ না অশুভ, কোন চোখের পাতা কাঁপা মেয়েদের জন্য শুভ, কোনটা ছেলেদের জন্য শুভ বা অশুভ সব প্রশ্নেরই ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রে দেওয়া রয়েছে।
দেখে নেব মেয়েদের বা ছেলেদের কোন চোখের পাতা লাফালে কী ফল পাওয়া যায়:
মেয়েদের বাম চোখ লাফানো শুভ বলে মনে করা হয়। কোনও মেয়ের বাম চোখের পাতা যদি হঠাৎ করে কোনও কারণ ছাড়াই কাঁপতে শুরু করে তা হলে বুঝতে হবে সামনেই ভাল কিছু ঘটতে চলেছে। ভাল খবরও পেতে পারেন। কিন্তু কোনও মেয়ের ডান চোখের পাতা লাফানো শুভ নয়। ডান চোখের পাতা লাফালে বুঝতে হবে খারাপ কিছু ঘটতে চলেছে, কোনও খারাপ খবর পাওয়ার আশঙ্কা রয়েছে।
ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। ছেলেদের ডান চোখ লাফানো মানে ভাল, সামনেই ভাল কিছু হওয়ার আশা রাখতে পারেন। বাম চোখ লাফালে সতর্ক থাকতে হবে। খারাপ কিছু ঘটতে পারে।
আরও পড়ুন:
চোখ লাফানোর আরও কিছু ব্যাখ্যা:
১) দু’চোখ একসঙ্গে কাঁপলে কোনও বিষয়ে আনুগত্য প্রাপ্তি হতে পারে।
২) ডান চোখ লাফালে অর্থ বৃদ্ধি বা বাড়িতে আত্মীয় সমাগম ঘটতে পারে।
৩) ডান চোখের নীচের অংশ কাঁপলে শরীরে কোথাও ব্যথা হতে পারে।
৪) বাম চোখ কাঁপলে অর্থহানি ঘটতে পারে।
৫) চোখের কোণ কাঁপলে জানতে হবে শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।