Advertisement
০১ নভেম্বর ২০২৪

ফাল্গুন মাসে জন্ম জাতক-জাতিকাদের অর্থভাগ্য ও বিবাহ কেমন হবে জেনে নিন

ফাল্গুন মাসে জাত ব্যক্তিদের অর্থভাগ্য মোটের ওপর ভালই বলা চলে। সেরকম ভাবে অর্থ কষ্ট আপনি পাবেন না। তবে জীবনে দু’বার অর্থের জন্য কোনও বড় কাজ আপনার আটকে যাওয়ার সম্ভাবনা আছে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

অর্থভাগ্য

ফাল্গুন মাসে জাত ব্যক্তিদের অর্থভাগ্য মোটের ওপর ভালই বলা চলে। সেরকম ভাবে অর্থ কষ্ট আপনি পাবেন না। তবে জীবনে দু’বার অর্থের জন্য কোনও বড় কাজ আপনার আটকে যাওয়ার সম্ভাবনা আছে।

আপনার কাছে অর্থের গুরুত্ব খুব একটা থাকবে না। অর্থ ছাড়া চলে না, তাই আপনি একে গুরুত্ব দেন। নচেৎ নয়। তবে বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আপনার আছে। সে ক্ষেত্রে একটু সাবধান হবেন।

তবে আপনি থেকে থেকেই দিবা স্বপ্ন দেখবেন। আপনার সে সব স্বপ্ন কিছু ক্ষেত্রে ফলেও যায়। অর্থ আপনার জীবনে আসবে নিশ্চিত। তবে তার পথটা থাকবে অনিশ্চিত।

জীবনে এমন কিছু নেই যা আপনি করতে পারেন না। আপনার সামনে সুবর্ণ সুযোগ হয়তো আসবে অধিক বার। কিন্তু অর্থের ব্যাপারে খুব একটা উৎসাহী না হওয়ায় সুযোগ কেটেও যেতে পারে।

আপনাকে একটু সঞ্চয়ের অভ্যাস করতে হবে। কারণ সঞ্চয় আপনার ভবিষ্যতের জন্য বিশেষ প্রয়োজন।

বিবাহিত জীবন

প্রথমেই বলব আপনি নিজে দেখে বিবাহ করুন বা দেখাশোনা করেই করুন, বিবাহের পূর্বে যোটক বিচার অতি আবশ্যক।

আপনার মনের মধ্যে একটা সন্দিগ্ধ ভাব থাকবে। তাই প্রায়শই আপনি আপনার স্বামী বা স্ত্রীকে সন্দেহ করবেন। এ নিয়ে আপনাদের মধ্যে মাঝে মাঝেই অশান্তি লেগে থাকবে।

তবে আপনার স্বামী বা স্ত্রী হবেন একজন সৎ ও সজ্জন ব্যক্তি। তাকে পেয়ে সত্যিই আপনার জীবন সফল হবে। এক্ষেত্রে বৃহস্পতি যদি খারাপ থাকে, তা হলে ফল হবে বিপরীত।

আরও পড়ুন: ফাল্গুন মাসে জন্ম হলে জাতক-জাতিকার বিদ্যাচর্চা ও পেশা কেমন হয়

আপনার স্বামী বা স্ত্রী শিক্ষা আপনার থেকে উঁচু হবে। সেটাও মাঝে মধ্যে আপনাকে হীনমন্যতায় ভোগাবে। তবে বিবাহের পর আপনি যথেষ্ট সামাজিক প্রতিপত্তি ও সম্মান পাবেন।

আপনার জীবনে একাধিক বার প্রেম আসতে পারে। কিন্তু মানসিক ভাবে সেগুলোর কোনওটাই আপনি গ্রহণ করতে পারবেন না।

আপনার উল্লেখযোগ্য বছরগুলি হল — ৩, ৫, ৭, ১১, ১৮, ২৫, ২৯, ৩৭, ৫৭, ৬২, ৬৮, ৭০।

অন্য বিষয়গুলি:

Financial growth Rashi Phalguna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE