স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁর মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন। ছবি: পিক্সাবে।
ময়ূরের পালক দেখতে খুব সুন্দর। এর মধ্যে প্রচুর শক্তি লুকিয়ে আছে। ময়ূরের পালক ঘরে রাখলে অনেক রকম কার্যসিদ্ধি হয়। জ্যোতিষশাস্ত্র মতে ময়ূরের পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁর মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের এই পালক বেছে নেওয়ার নেপথ্যে অবশ্যই কোনও রহস্য আছে।
দেখে নেওয়া যাক ঘরে ময়ূরের পালক রাখলে কী হয়—
১) ঘরের প্রবেশদ্বারের সামনে এক জোড়া ময়ূরপালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনও রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বাস্তুদোষ থাকলে তা কেটে যায়।
২) বেডরুমে একজোড়া ময়ূরপালক রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি অনেক কম হয় এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।
৩) অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না? ধনসম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশবাক্স, আলমারি বা মানিব্যাগে একটা ময়ূরের পালক রাখুন।
৪) রাহুদোষ, কালসর্পদোষ এবং বিভিন্ন প্রকার গ্রহদোষের হাত থেকে মুক্তি পেতে বিছানার নীচে একটা ময়ূরের পালক রাখুন।
৫) আপনি নিজে যদি সব কাজে সফলতা চান, তা হলে নিজের কাছে একটা ময়ূরের পালক রাখুন।
৬) ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন। তা হলে বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। সাপ কখনও ঘরে প্রবেশ করতে পারবে না।
৭) মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুদের গলায় পরিয়ে দিলে, শিশুদের নজরদোষ লাগে না।
৮) বালিসের নীচে ময়ূরপালক রেখে ঘুমোলে দুঃস্বপ্ন দেখবেন না।
৯) মাথায় ময়ূরের পালক ধারণ করুন অথবা পড়ার বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে মেধা বৃদ্ধি পায়।
১০) ময়ূরের পালকের ওপর শত্রুর নাম লিখে তা নদীতে ভাসিয়ে দিন। এতে শত্রুনাশ হবে।
১১) নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরের অগ্নিকোণে একজোড়া ময়ূরের পালক রেখে দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy