Advertisement
২২ ডিসেম্বর ২০২৪

খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণে কোন রাশির উন্নতি এবং কোন রাশির অবনতি (প্রথম পর্ব)

এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে। সুতরাং বলা যেতে পারে এ দেশে বসবাসকারীদের উপর গ্রহণের প্রভাব পড়বে। পৃথিবীর অন্যান্য যে সকল স্থানে গ্রহণ দেখা হবে, সেই জায়গায় বসবাসকারী ব্যক্তিদের উপর এই গ্রহণে প্রভাব অবশ্যই থাকবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ইং- ১৬/১৭ জুলাই ২০১৯, মঙ্গল/বুধবার।

এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে। সুতরাং বলা যেতে পারে এ দেশে বসবাসকারীদের উপর গ্রহণের প্রভাব পড়বে। পৃথিবীর অন্যান্য যে সকল স্থানে গ্রহণ দেখা হবে, সেই জায়গায় বসবাসকারী ব্যক্তিদের উপর এই গ্রহণে প্রভাব অবশ্যই থাকবে। এই চন্দ্রগ্রহণের প্রভাব আগামী ১৫ দিন পর্যন্ত প্রত্যেক রাশির উপর থাকবে। অর্থাৎ পরবর্তী শুক্লপক্ষ আরম্ভ হওয়া পর্যন্ত। পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ শুরু, পরবর্তী অমাবস্যা শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের রাশিগত ফলাদেশ কার্যকর থাকবে। গ্রহণের সময় কোনও অপ্রত্যাশিত কাজ বা আটকে থাকা কাজ হয়ে যায়, আবার এই গ্রহণের প্রভাবে কোনও হওয়া কাজ আটকে যায়। গ্রহণের সময় কোনও খারাপ কাজ করতে যাবেন না। কেননা, এর কুপ্রভাব আপনার উপর ভীষণ ভাবে পড়তে পারে।

এখন জেনে নেওয়া যাক, আগামী ১৬ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত সময়টি আপনার জন্মরাশি অনুযায়ী কেমন যেতে পারে:

মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য এই গ্রহণকালীন সময় থেকে ১ অগস্ট পর্যন্ত বেশ সুন্দর, সাবলীল ও উন্নতির অগ্রগতি বজায় থাকবে। নিত্যনতুন পরিকল্পনা ও স্বপ্নপূরণের জন্য এই সময়টি রেকর্ড হয়ে থাকবে। আপনি যদি সচেষ্ট, পরিশ্রমী, মিতব্যয়ী ও কৌশলী হন, তা হলে এই সময়ে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার জন্য বিশেষ সময় বলে চিহ্নিত হয়ে থাকবে। তবে মনে রাখবেন, আকস্মিক কোনও উদ্ভট ঝামেলা আপনার জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। শত্রু ও বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকতে হবে এই সময়ে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের দুর্ঘটনা, রক্তপাত, ঝামেলা এবং অপ্রীতিকর ঝামেলা হবে নিত্যদিনের সঙ্গী। ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় সর্বস্ব লুঠ বা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও রকম অবৈধ কাজ থেকে বিরত থাকতে হবে। নেশা জাতীয় দ্রব্য সেবন, অবৈধ ক্রয়-বিক্রয় ও বহন থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কারাবাস পর্যন্ত হতে পারে। তবে সঙ্কটকালে আপনি সহযোগিতা পাবেন। কিন্তু আগে সঙ্কট পরে সহযোগিতা। প্রেমের ক্ষেত্রে অর্থ ও মানহানি হতে পারে। সুতরাং সতর্কতার সঙ্গে চলুন।

মিথুন রাশি: মিথুন রাশির বিবাহযোগ্যদের বিবাহ এবং প্রেমের স্বীকৃতি, এমনকি পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে জীবনসঙ্গী,শ্বশুরবাড়ি ও মাতুলালয় থেকে প্রচুর সাহায্য ও সহযোগিতা প্রাপ্ত হবে। তবে শত্রু ও বিরোধীপক্ষ আপনার জীবন নাজেহাল করে তুলতে পারে। শত্রু ও বিরোধীপক্ষ স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অবৈধ কাজকর্ম ফাঁস করে দিতে পারে। তথাপি আপনার আর্থিক দিক ঊর্ধ্বগামী হবে। পরিবারে নতুন কিছু ক্রয় করার জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং নতুন কিছু ক্রয়ের সম্ভাবনা লক্ষ্যণীয় এই সময়ে।

কর্কট রাশি: কর্কট রাশির এই গ্রহণ দেখা শুভ এবং ভাগ্যও তার জন্য শুভ। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেন,তা হলে আপনার উন্নতি কে ঠেকায়। আপনার মনোবল, জনবল ও আর্থিক বল আপনাকে চাঙ্গা করে তুলবে, কিন্তু শরীর নিয়ে চিন্তা থাকবে। এমনকি হাসপাতালে চিকিৎসারও প্রয়োজন হতে পারে। আপনার ব্যবসায় উন্নতি হবে তবে কর্মচারীদের ক্ষেত্রে সর্বদা সজাগ থাকতে হবে। ১ অগস্ট পর্যন্ত বিদেশযাত্রা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: মুখের কোন অংশে তিল থাকলে কী ভবিষ্যদ্বাণী করা যায় (প্রথম পর্ব)

সিংহ রাশি: সিংহ রাশির এই গ্রহণ দর্শন শুভ, শুধুমাত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র জাত সিংহ রাশির এই গ্রহণ দর্শন অশুভ। এই রাশির শিক্ষার্থীদের মন ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রেম সংক্রান্ত বিষয় ও অনুচিত কাজকর্মের প্রতি আকৃষ্ট থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল খারাপ হয়ে পড়তে পারে। এমনকি সন্তানদের কেরিয়ার, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। এমনকি সন্তান, পিতামাতার অবাধ্য হয়ে উঠতে পারে। অবশ্য হারানো পিতৃ-মাতৃ সম্পদ ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। এমনকি, মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা। যাঁরা জেলে আছেন, তাঁদের জন্য এই সময় কারামুক্তির সম্ভাবনা। তবে মনে রাখবেন, কোনও দুর্জন ব্যক্তি আপনার সুখের সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে। কোনও মূল্যবান জিনিসপত্র লুঠ বা চুরি হয়ে যেতে পারে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের মধ্যে যাঁরা বেকার, তাঁদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, এমনকি নিত্য ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তবে দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে বেগ পেতে হবে। সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কারণে-অকারণে অশান্তির সৃষ্টি হতে পারে, অর্থাৎ পুরনো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য সহকর্মী ও অংশীদারদের সঙ্গে সৎভাব বজায় রাখতে হবে। দীর্ঘ দিনের হারানো বন্ধুর সাক্ষাত্ ও প্রেমী যুগলের মিলনের জন্য এই সময়টি, অর্থাৎ ১৬ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে কন্যা রাশির জাতব্যক্তিদের জন্য।

অন্য বিষয়গুলি:

Lunar Eclipse Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy