Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বয়স অনুয়ায়ী কুমারী পুজোর কন্যাদের কী নামে ডাকা হয় জানেন?

কুমারী পূজোর নানা শাস্ত্রে নানা বিধান আছে যা সংসারী মানুষদের পক্ষে পালন করা সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরে বসেই কী ভাবে নিয়মবিধি মেনে সহজ উপায়ে সুফল লাভ করা যায় তা দেখে নেওয়া যাক

ফাইল চিত্র

ফাইল চিত্র

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

তন্ত্রশাস্ত্রে অসাধ্যকে সাধন করার জন্য কুমারী পুজো করা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়, কুমারী পুজো করে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করা সম্ভব। এই পূজার বিশেষ মাহাত্ম্য আছে এবং বিশেষ পূণ্যও লাভ করা যায়। দশ বছর বয়স পর্যন্ত কুমারী মেয়েকেই পুজোর জন্য নির্বাচন করা হয়ে থাকে।

এই কুমারী পূজোর নানা শাস্ত্রে নানা বিধান আছে যা সংসারী মানুষদের পক্ষে পালন করা সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরে বসেই কী ভাবে নিয়মবিধি মেনে সহজ উপায়ে সুফল লাভ করা যায় তা দেখে নেওয়া যাক-

১। কুমারী পুজোর মধ্যে প্রথম জিনিসটি হল কুমারী চয়ন করা।

২। দুই থেকে দশ বছরের কন্যা চয়ন করা খুবই ভাল।

৩। বিভিন্ন বয়সের কন্যা পূজোয় বিভিন্ন ফল লাভ করা যায়।

এখন দেখে নেওয়া যাক, বয়স অনুসারে কুমারী কন্যাকে কী কী নামে অভিহিত করা হয় এবং কী সুফল লাভ করা যায়-

বয়স- ২ বছর

নাম- কুমারী কন্যা।

ফলাফল- দুঃখ ও দারিদ্র কাটানোর জন্য, ধন বৃদ্ধির জন্য, শত্রুনাশ, আয়ু বৃদ্ধির জন্য কুমারী কন্যার পুজো অত্যন্ত লাভজনক।

বয়স- ৩ বছর

নাম- ত্রিমূর্তি কন্যা।

ফলাফল- পুত্র সন্তান, বিদ্যা ও বুদ্ধির জন্য এবং সবরকম মনস্কামনা পূরণের জন্য ত্রিমূর্তি কন্যার পুজো করা খুবই শুভ।

বয়স- ৪ বছর

নাম- কল্যাণী কন্যা।

ফলাফল- রাজসুখ প্রাপ্তির জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য, জটিল থেকে জটিলতর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সর্বক্ষেত্রে বিজয়ী হওয়ার জন্য কল্যাণী কন্যার পুজো করা ফলপ্রদ।

বয়স- ৫ বছর

নাম- রোহিনী কন্যা।

ফলাফল- সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, গৃহে সুখ-শান্তির জন্য রোহিনী কন্যার পুজো করা অত্যন্ত শুভ।

বয়স- ৬ বছর

নাম- মাতা কালিকা।

ফলাফল- শত্রু জয়ের জন্য, আকর্ষণ বৃদ্ধির জন্য এবং সবার প্রিয় হওয়ার জন্য মাতা কালিকার পুজো করে সুফল পাওয়া যায়।

বয়স- ৭ বছর

নাম- মাতা চণ্ডিকা।

ফলাফল- ধনসম্পত্তি বৃদ্ধির জন্য, ধনসম্পত্তি রক্ষার জন্য, অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য, মান-সম্মান ফিরে পাওয়ার জন্য, তা উত্তরোত্তর বৃদ্ধিলাভের জন্য মাতা চণ্ডিকার পুজো করা হয়।

বয়স- ৮ বছর

নাম- মাতা গৌরী।

ফলাফল- বিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে কোনও ধরনের সিদ্ধি লাভের জন্য মাতা গৌরীর পুজো করা হয়।

বয়স- ৯ বছর

নাম- মা দুর্গা।

ফলাফল- কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধানের জন্য, বিভিন্ন ধরনের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য, শত্রু যেন আপনার সামনে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তার জন্য ৯ বছরের কন্যাকে পূজো করা হয়।

বয়স- ১০ বছর

নাম- সুভদ্রা।

ফলাফল- অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য, কল্যাণকারী কাজে সর্বদা যুক্ত থাকার জন্য এবং সুখ সমৃদ্ধির জন্য সুভদ্রার পুজো করুন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE