Advertisement
০৯ অক্টোবর ২০২৪

আপনার লাইফ এক্সপ্রেশন নম্বর কী ৩ বা ৪? জানেন কী হয় তাতে?

তিন একই সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ; সৃষ্টি, স্থিতি ও লয়; ব্রহ্মা,বিষ্ণু ও মহেশ্বর; খ্রিস্টানদের ভাষায় দা হোলি থ্রি ট্রিনিটি দা ফাদার, সন অ্যান্ড দা হোলি স্পিরিট।

অসীম সরকার
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

যাদের লাইফ এক্সপ্রেশান নম্বর ৩: এরা যে কাজেই যুক্ত থাকুক না কেন, এঁদের রয়েছে শিল্পীর মানসিকতা। এখানে শিল্প মানে লেখক, গায়ক, অভিনয়, নাটক, কবিতা পাঠ, কবিতা বা উপন্যাস লেখা, সাংবাদিকতার কাজ, শিক্ষকতা, অধ্যাপনা, ডিজাইনার, সুরকার, যে কোনও বয়ন শিল্প বা যে কোনও শিল্প কর্মের সঙ্গে যুক্ত থাকা বোঝায়। এদের কাজই হচ্ছে মানুষকে আশাবাদী বা অপটিমিষ্ট করে তোলা। এরা সব সময় গঠনাত্মক, কখনও ধংসাত্মক নয়।

এরা তখনই সুখী হয় যখন দেখে তার সৃষ্টির দ্বারা মানুষ বিশেষ ভাবে উপকৃত হচ্ছে। এই সব কাজের দ্বারা বাড়তি লাভ হয় যখন যশ আসে। অবশ্যই এই সব কাজ যা এরা করে থাকে তার পিছনে এক ধরনের সৃষ্টিমূলক প্রেরণা বা শক্তি থাকে যা এরা জন্ম থেকেই বহন করে আনে যা।

তিন একই সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ; সৃষ্টি, স্থিতি ও লয়; ব্রহ্মা,বিষ্ণু ও মহেশ্বর; খ্রিস্টানদের ভাষায় দা হোলি থ্রি ট্রিনিটি দা ফাদার, সন অ্যান্ড দা হোলি স্পিরিট।

যাদের লাইফ এক্সপ্রেশন নম্বর ৪: চার হচ্ছে যে কোন উদ্যোগ, নতুন প্রতিষ্ঠান, যে কোনও সোসাইটি, যে কোনও কোম্পানি বা যে কোনও সৃষ্টির ভিত্তিপ্রস্তর। যেমন যে কোনও টেবিলের চারটি পায়া।

চার হচ্ছে সব থেকে সিস্টেমেটিক সংখ্যা, নিয়ম মেনে চলতে পারে এমন একটি সংখ্যা। এরা যদি কোনও প্রজেক্টের দায়িত্বে থাকে, তখন দেখা যায়, এদের কাজের পরিকল্পনা খুবই ইউনিক।

একটা সংস্থার কর্ণধার হিসেবে যখন কাজ করে, তখন সব থেকে নিখুঁত যে সিস্টেম সেটা খুঁজে বের করে কাজ করে থাকে। এরা চরম বাস্তববাদী কিন্তু আবার চরম ভাবে দার্শনিক। কোনও কিছুকে সবাই যে দিক থেকে দেখে, এঁরা আজন্ম তার বিপরীত দিক থেকে দেখে। ফলে অনেকের সঙ্গে মতান্তর হয়ে থাকে। সেই অর্থে চার সব সময়ই সংস্কারক।

কিছু সংখ্যাতাত্বিক জাগতিক দিক থেকে দুর্ভাগ্যের সংখ্যা বলে চারের গায়ে স্টিকার সেঁটে দিয়েছেন। তবে এটাও ঠিক, চার হচ্ছে এক থেকে নয়ের মধ্যে সব থেকে বেশি আধিভৌতিক সংখ্যা বা সাইকিক নম্বর বা দার্শনিক সংখ্যা।

দক্ষতা বা কোনও জিনিস বা কাজকে সুচারু ভাবে পরিপাটি করে সুসম্পন্ন করাই চারের লক্ষ্য। তাই এরা ভাল চিকিত্সক, ভাল স্থপতি, ভাল প্রকৌশলী, দক্ষ সুরকার, ভাল শিক্ষাবিদ, ভাল নাট্যকার বা সিনেমা পরিচালক বা অভিনেতা, ভাল নৃত্যশিল্পী, ভাল সাহিত্যিক হয়ে থাকে। আমেরিকার একাধিক প্রেসিডেন্ট চারেরই লোক।

বলা হয়ে আজকের আমেরিকা চার এর প্রজেকশান। চার আবার স্বাধিনতা বা লিবার্টি সংখ্যা, কারণ এর অধিপতি ইউরেনাস।

চার ছাড়া আর কোনও সংখ্যা নেই যে সমাজের কল্যাণের জন্য এত ভাবে। সব সংখ্যার সঙ্গে পূর্ব জন্মের কর্মফল জড়িয়ে আছে। কিন্তু চার সব থেকে পূর্ব জন্মের কর্মফল বা অসমাপ্ত কাজ শেষ করার জন্যে এসেছে। চার কিন্তু সব সময় পরের জন্মের জন্য সজ্ঞানে কাজ করে চলে। এই বিষয়টি অন্য কোনও সংখ্যায় নেই।

চারের প্রতীক বর্গ বা স্কোয়্যার। জলবায়ুর দিক থেকে চারটে প্রধান ঋতু। চার হচ্ছে স্থায়িত্বের সংখ্যা।

এখানে, লাইফ এক্সপ্রেশান সংখ্যা কী ভাবে বের করতে হয়, নীচে দেখান হল।

আরও পড়ুন: এই যোগ থাকলে আপনার আয় হবে অদ্ভুত পথে

ধর যাক, জাতকের নাম উত্তম কুমার=UTTAM KUMAR

UTTAM=3+2+2+1+4=12=1+2=3

KUMAR=2+3+4+1+9=19=1+9=10=1+0-1

UTTAM KUMAR=3+1=4

উত্তম কুমার নামের লাইফ এক্সপ্রেশান নাম্বার হল ৪(চার)।

ইংরেজী অক্ষরের চার্টের সংখ্যাগুলি দেখানো হল:

1=A,J,S; 2=B,K,T 3=C,L,U; 4=D,M,V; 5=E,N,W; 6=F,O,X; 7=G,P,Y

8=H,Q,Z; 9= I, R

অন্য বিষয়গুলি:

Number and Expression Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE