Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Amber-Eyed Monalisa Bhonsle

মোনালিসার চোখের রঙে মেতেছে মহাকুম্ভ! কাদের হয় এমন চোখ? কেন হয়? দুনিয়ায় ক’জনের আছে?

ভারতীয়দের মধ্যে এমন চোখ বড় একটা দেখা যায় না। মধ্য এশিয়ার কিছু সম্প্রদায়ের মধ্যে এমন চোখ দেখা গেলেও তা হাতেগোনা কয়েক জনেরই হয়। সাধারণত স্পেন, দক্ষিণ আমেরিকা ও কিছু ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের মধ্যে চোখের মণির এমন রং দেখা গেলেও যেতে পারে।

Maha Kumbh Mela Viral girl Monalisa with amber eyes, how rare is this eye colour

মোনালিসার চোখের রং এমন কেন? ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:১০
Share: Save:

তাঁর সুন্দর চোখই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় তাঁকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে। তার পরই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হয়ে তুমুল ভাইরাল হয়ে যায় তাঁর দু’টি আয়ত চোখ। সেই থেকেই মায়াবী ওই দুই চোখের পিছনে ধাওয়া করছে অগণিত ক্যামেরার লেন্স। টানা টানা চোখ তো অনেকেরই হয়, কিন্তু কুম্ভমেলায় ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলের দুই চোখের মূল আকর্ষণ হল তাদের মণির রং। নীল নয়, সবজেও নয়, আবার ঠিক বাদামিও নয়। মেটে সোনালি রঙের দুই মণিতে হলদেটে ভাবের ছোঁয়াই বেশি। এমন চোখ কেবল বিরল নয়, বিরলের মধ্যে বিরলতমও বটে।

কাদের হয় এমন চোখ?

‘অ্যাম্বার’-রঙা চোখ। এমনই বলছেন সকলে। ‘অ্যাম্বার’ এক প্রকার রজন। ভারতীয়দের মধ্যে এমন চোখ দেখা যায় না। মধ্য এশিয়ার কিছু সম্প্রদায়ের মধ্যে এমন চোখ দেখা গেলেও তা হাতেগোনা কয়েক জনেরই হয়। সাধারণত স্পেন, দক্ষিণ আমেরিকা ও কিছু ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের মধ্যে চোখের মণির এমন রং দেখা গেলেও যেতে পারে। তা হলে রাজস্থানের চিতৌরগড়ের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মোনালিসার চোখের রং এমন কেন হল?

কেন হয়?

সবই জিনের খেলা। আমেরিকার ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর গবেষকেরা চোখের রং নিয়ে দীর্ঘ সময় ধরেই গবেষণা করছেন। তাঁদের নানা গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, এমন রঙের চোখ বিশ্বে মাত্র ৫ শতাংশ মানুষেরই আছে। মেলানিন রঞ্জকের কারণেই চোখের মণির রং বদলায়। এই মেলানিন তৈরি হয় মেলানোসাইট্‌স নামের কোষ থেকে, যা থাকে চোখের মণিতে। মেলানিন যদি বেশি থাকে, তা হলে মণির রং হবে গাঢ় বাদামি, যদি মেলানিন কম থাকে, তা হলে মণির রং হবে হালকা। যে সব মানুষের চোখের রং হালকা, তাঁদের মেলানিন কম থাকে, ফলে বাইরের আলো সহজেই চোখ শুষে নেয়, তার পর তা প্রতিফলিত হয়। আর সে কারণেই চোখের রং হালকা মনে হয়।

মেলানিনেরও দু'টি ভাগ রয়েছে— ইউমেলানিন ও ফিয়োমেলানিন। ইউমেলানিনের ভাগ বেশি হলে চোখের মণির রং হবে কালচে বাদামি। আর ফিয়োমেলানিনের মাত্রা বাড়লে মণির রং বদলে হবে লালচে হলুদ। এই ফিয়োমেলানিনের মাত্রার হেরফেরেই চোখের মণির রং হলদেটে সোনালি বা মেটে সোনালি হতে পারে। তবে গবেষকেরা বলছেন, ‘অ্যাম্বার’ রঙের চোখ যদি হয়, তা হলে তাতে ইউমেলানিন ও ফিয়োমেলানিন দুই-ই থাকবে, কেবল তাদের মাত্রার হেরফের হবে।

এই ধরনের চোখে কিন্তু সবুজের কণামাত্রও থাকে না। পান্না-সবুজ চোখ অনেকেরই থাকে বটে, তবে তার কারণ আলাদা। আবার সমুদ্রনীল চোখ নিয়ে যাঁরা সৌন্দর্যপিয়াসিদের মুগ্ধ করেন, তাঁদের চোখের মণিতে কিন্তু মেলানিন থাকে না বললেই চলে। গবেষকেরা জানাচ্ছেন, যাদের চোখ বাদামি, তাদের চোখে মাত্রাতিরিক্ত মেলানিন থাকে। ফলে বাইরের আলো কম প্রবেশ করে। আবার যাদের চোখ দেখে মনে হয় নীল, তাদের ক্ষেত্রে মেলানিন থাকে না বললেই চলে। ফলে বাইরের আলো শুষে নিতে পারে না, কিন্তু প্রতিফলন হয় অনেক বেশি।

মেলানিন কমবে না বাড়বে, তা নিয়ন্ত্রণ করে জিন। কার চোখের মণির রং কী হবে, তা নিয়ন্ত্রণ করে ওসিএ২ এবং এইচআরসি২ নামক দুই জিন। এর মধ্যে ওসিএ১ জিনের কারণেই চোখের মণিতে মেলানিনের হেরফের বেশি হয়। ফলে কারও চোখ বাদামি, কারও নীল আবার কারও মেটে সোনালি হতে পারে। তবে জিনগত বৈচিত্রের কারণে চোখের মণির রং নানা রকম হলেও, বংশপরম্পরায় তা এক জনের থেকে অন্য জনের মধ্যে সঞ্চারিত হবে, তা কিন্তু নয়। এমনও দেখা গিয়েছে, মা-বাবার চোখ নীল হলেও সন্তানের চোখ বাদামি হয়েছে। কাজেই কী ভাবে এই জিনের রকমফের হচ্ছে, সেই কারণ অজ্ঞাতই থেকে গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Maha Kumbha 2025 Maha Kumbh Mela 2025 Monalisa Eye Colour gene
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy