Bizarre home remedies from different countries to cure flu dgtl
Fever
Bizarre: শালগম থেকে গিরগিটির ঝোল, জ্বর সারাতে বহু আজব দাওয়াই ব্যবহার করেন নানা দেশের মানুষ
জ্বর কমাতে জলপট্টির ব্যবহার তো অনেকেই করেন। কিন্তু এর বাইরেও আছে নানা পদ্ধতি। পৃথিবীর নানা প্রান্তে মানুষ এই সব পদ্ধতির মাধ্যমে জ্বরের চিকিৎসা করেন।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৫:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
জ্বর সবচেয়ে পরিচিত অসুখগুলির মধ্যে একটি। প্রত্যেকেরই বছরের কখনও না কখনও জ্বর হয়। জ্বরের চিকিৎসায় অনেকেই ঘরোয়া পদ্ধতির সাহায্য নেন।
০২০৯
প্রত্যেক দেশের নানা সংস্কৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে জ্বর সারানোর নানা ধরনের ঘরোয়া পদ্ধতি। যার কয়েকটি শুনে অনেকেই অবাক হবেন।
০৩০৯
ইরান: জ্বর সারাতে ইরানে শালগম খাওয়ার রেওয়াজ আছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।
০৪০৯
জাপান: কোনও কিছু খাওয়া নয়, জ্বর এবং সর্দির সমস্যা কমাতে জাপানের মানুষ পেঁয়াজের গন্ধ শোঁকেন। চোখ এবং নাক দিয়ে জল বেরিয়ে গেলে জ্বর কমতে পারে বলে মনে করেন তাঁরা।
০৫০৯
স্পেন: রসুন-চা। জ্বর সারাতে চায়ের সঙ্গে রসুন মিশিয়ে খান স্পেনের অনেকে। তার সঙ্গে এক চামচ মধুও মিশিয়ে নেন তাঁরা।
০৬০৯
রাশিয়া: ডিমের কুসুম আর মধু-চিনি দিয়ে বানানো পানীয়। নাম গোগোল মোগোল। জ্বর হলে রাশিয়ায় অনেকে খান এই পানীয়।
০৭০৯
জার্মানি: শামুকের সিরাপ। এক সময়ে জার্মানির মানুষ জ্বর সারাতে এমন সিরাপ বানিয়ে খেতেন। এখন যদিও এমন কোনও সিরাপ তৈরি করা হয় না।
০৮০৯
চিন: নানা সমস্যার জন্য বেশ কিছু আজব ঘরোয়া পদ্ধতির প্রচলন আছে চিনে। জ্বর কমানোর জন্যও আছে তেমনই একটি পানীয়। এর মধ্যে থাকে হরিণের শিংয়ের আঁশ।
০৯০৯
হংকং: এমন অদ্ভুত ঘরোয়া উপায়ে জ্বর সারানো খুব কম দেশেই হয়। গিরগিটির ঝোল। জ্বর হলে শুকনো গিরগিটি দিয়ে ঝোল বানিয়ে খাওয়ার রেওয়াজ আছে হংকংয়ের বহু মানুষের মধ্যে।