দেশে ছেড়ে পালিয়েও নিস্তার নেই! বিষপ্রয়োগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খুনের চেষ্টার উঠল অভিযোগ। পৃথিবী থেকে কারা সরিয়ে দিতে চাইছেন তাঁকে? কী ভাবেই বা দেওয়া হয়েছে বিষ? কাজ ফুরোতেই আশ্রয় পাওয়া বাশারকে সরিয়ে যাবতীয় ‘পাপ’ মুছে ফেলতে চাইছে রাশিয়া? না কি ষড়যন্ত্রের নেপথ্যে অন্য কেউ? এই সব প্রশ্ন ঘিরে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
গত বছরের (২০২৪) ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। সঙ্গে সঙ্গে রাজধানী দামাস্কাস ছেড়ে মস্কোয় পাড়ি দেন বাশার। তাঁর পরিবার অবশ্য আগেই সেখানে চলে গিয়েছিল। আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা খোলাখুলি ভাবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর যাবতীয় সুরক্ষার দায়িত্বও নিয়েছিল মস্কো।