Advertisement
০৭ জানুয়ারি ২০২৫
Bashar al Assad Poisoned

পশ্চিম এশিয়ার পাপ ঢাকতে ঘরে ডেকে ‘বন্ধু’কে বিষ খাওয়ালেন পুতিন? তিন ঘটনায় বাড়ছে সন্দেহ

মস্কোয় আশ্রয় নেওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। কে বা কারা তাঁকে বিষ দিয়েছেন, উঠেছে সেই প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
Share: Save:
০১ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

দেশে ছেড়ে পালিয়েও নিস্তার নেই! বিষপ্রয়োগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খুনের চেষ্টার উঠল অভিযোগ। পৃথিবী থেকে কারা সরিয়ে দিতে চাইছেন তাঁকে? কী ভাবেই বা দেওয়া হয়েছে বিষ? কাজ ফুরোতেই আশ্রয় পাওয়া বাশারকে সরিয়ে যাবতীয় ‘পাপ’ মুছে ফেলতে চাইছে রাশিয়া? না কি ষড়যন্ত্রের নেপথ্যে অন্য কেউ? এই সব প্রশ্ন ঘিরে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

০২ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

গত বছরের (২০২৪) ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। সঙ্গে সঙ্গে রাজধানী দামাস্কাস ছেড়ে মস্কোয় পাড়ি দেন বাশার। তাঁর পরিবার অবশ্য আগেই সেখানে চলে গিয়েছিল। আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা খোলাখুলি ভাবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর যাবতীয় সুরক্ষার দায়িত্বও নিয়েছিল মস্কো।

০৩ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

কিন্তু, গত ২৯ ডিসেম্বর, রবিবার রুশ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বাশার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, তাঁর প্রবল কাশি হচ্ছিল। পাশাপাশি, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে দ্রুত চিকিৎসককে ডেকে আনা হয়। ডাক্তারি পরীক্ষায় আসাদকে বিষপ্রয়োগের বিষয়টি ধরা পড়ে বলে জানা গিয়েছে।

০৪ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

বাশারকে খুনের চেষ্টার খবর ‘জেনারেল এসভিআর’ নামে সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ফাঁস করেন এক প্রাক্তন রুশ গুপ্তচর। পোস্টে তিনি লিখেন, ‘‘ঘটনার দিন বিকেলে রক্ষীদের ডেকে শ্বাসকষ্টের কথা বলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। প্রায় সঙ্গে সঙ্গেই মারাত্মক ভাবে কাশতে শুরু করেন তিনি। ওই সময়ে তাঁকে জল খাওয়ানো হয়েছিল। তবে তাতে আসাদ সুস্থ হয়েছিলেন, তা বলা যাবে না।’’

০৫ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

সাবেক রুশ গুপ্তচরের আরও দাবি, বাশারের মাথা এবং পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারছিলেন না তিনি। খবর পেয়ে সেখানে আসেন এক চিকিৎসক। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে বিষের উপস্থিতির প্রমাণ মেলে। তবে আসাদকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। মস্কোর অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করেছে পুতিন প্রশাসন।

০৬ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

বর্তমানে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে এই ব্যাপারে সরকারি ভাবে মস্কো বা দামাস্কাসের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বাশারকে খুনের জন্য কী ধরনের বিষপ্রয়োগ করা হয়েছিল, তা অবশ্য নিজের পোস্টে খোলসা করেননি প্রাক্তন রুশ গুপ্তচর।

০৭ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

রুশ গুপ্তচরদের বিষপ্রয়োগে গুপ্ত হত্যার পুরনো ইতিহাস রয়েছে। কখনও দেশের মধ্যে, কখনও আবার দেশের বাইরে, শত্রুদের দুনিয়া থেকে সরাতে এই অমোঘ হাতিয়ার ব্যবহার করে মস্কো। আর তাই বাশারকে হত্যার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই দুনিয়ার দুঁদে গোয়েন্দাদের প্রাথমিক ভাবে সন্দেহের তির গিয়েছে পুতিন প্রশাসনের দিকেই। এ প্রসঙ্গে তিনটি ঘটনার উল্লেখ করেছেন তাঁরা।

০৮ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

গত বছর (পড়ুন ২০২৪) রুশ জেলে রহস্যজনক ভাবে প্রাণ হারান অ্যালেক্সি নাভালনি। হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন জেল কর্তৃপক্ষ। যদিও তা মানতে চাননি তাঁর স্ত্রী। তাঁর অভিযোগ, ২০২০ সাল থেকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে অল্প অল্প করে অ্যালেক্সিকে বিষ খাওয়ানো হয়েছে। কারণ ক্রেমলিনের সর্বময় কর্তার প্রবল সমালোচক ছিলেন তিনি।

০৯ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

অ্যালেক্সির স্ত্রী পুতিন প্রশাসনের কাছে ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু, তা পত্রপাট খারিজ করে দেয় মস্কো। ফলে নাভালনিকে আদৌ বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে কি না, সেই রহস্য অজানাই থেকে গিয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ইংল্যান্ডে। সেখানে সাবেক রুশ গুপ্তচর সর্গেই স্ক্রিপল এবং তাঁর মেয়ে ইউলিয়ামকে বিষপ্রয়োগে খুনের চেষ্টার নেপথ্যে মস্কোর হাত থাকার অভিযোগ ওঠে।

১০ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, বাড়ির কাছে বাগানে সংজ্ঞাহীন অবস্থায় স্ক্রিপল এবং তাঁর মেয়েকে উদ্ধার করা হয়েছিল। এর পর হাসপাতালে বেশ কয়েক দিন মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েন এই প্রাক্তন রুশ গুপ্তচর। তাঁকে যে বিষ দেওয়া হয়েছিল তার নাম ‘নোভিচোক’। রুশ গুপ্তচরদের গবেষণাগারে তৈরি এই বিষ গলা দিয়ে নামার কিছু ক্ষণের মধ্যেই বিকল হতে শুরু করে স্নায়ু। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়তে বেশি সময় লাগে না।

১১ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

তদন্তে জানা যায়, স্ক্রিপল ছিলেন দ্বৈত এজেন্ট। রাশিয়া এবং ইংল্যান্ড দু’টি দেশের গুপ্তচর সংস্থার হয়েই কাজ করছিলেন তিনি। আর তাই বিশ্বাসঘাতককে নিকেশ করতে বিষপ্রয়োগকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করেছিল মস্কো। স্ক্রিপল প্রাণে বেঁচে গেলেও, খুনের চেষ্টার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি ব্রিটিশ গোয়েন্দারা।

১২ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

একই রকমের বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছিল আর এক প্রাক্তন রুশ গুপ্তচর আলেকজ়ান্ডার লিটভিনেনকোর বিরুদ্ধে। মস্কো থেকে পালিয়ে লন্ডনে আত্মগোপন করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। রাশিয়ার বিরুদ্ধে তাঁকেও বিষপ্রয়োগে খুনের অভিযোগ রয়েছে।

১৩ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

ব্রিটিশ পুলিশের দাবি, লন্ডনের বাড়িতে চা খেতে খেতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আলেকজ়ান্ডার। তাঁর শরীরে মিলেছিল মারাত্মক ‘পোলোনিয়াম-২১০’ বিষ। এটিও রুশ গুপ্তচরদের জন্য বিশেষ ভাবে মস্কোর রসায়নাগারে তৈরি করা হয়েছিল।

১৪ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

এখন প্রশ্ন হল, বাশারকে আশ্রয় দিয়ে তাঁকেই কেন খুন করতে চাইবেন প্রেসিডেন্ট পুতিন? এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। তাঁদের যুক্তি, সিরিয়ার বর্তমান অবস্থায় মস্কোর কাছে আসাদের প্রয়োজন ফুরিয়েছে। আর তাই তাঁকে চিরঘুমের দেশে পাঠাতে উঠেপড়ে লেগেছে ক্রেমলিন।

১৫ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

বাশার সিরিয়ার প্রেসিডেন্ট থাকাকালীন ভূমধ্যসাগরের তীরে সেনাছাউনি এবং নৌঘাঁটি তৈরির অনুমতি পায় রাশিয়া। তাঁকে সরিয়ে দামাস্কাসের ক্ষমতা দখল করেছে ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) নামের সশস্ত্র গোষ্ঠী। বিদ্রোহীদের নতুন সরকারের তরফে পরিষ্কার বার্তা পেয়েছে মস্কো। ভূমধ্যসাগরের তীরে রুশ সেনাছাউনি এবং নৌঘাঁটি নিয়ে তাদের কোনও আপত্তি নেই।

১৬ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

এই অবস্থায় আসাদ বেঁচে থাকলে বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে রাশিয়া। কারণ, ক্ষমতায় থাকাকালীন বিদ্রোহ দমনে বাশারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ উঠেছিল। তা ছাড়া তাঁকে কুর্সিতে টিকিয়ে রাখতে সিরিয়ার বিভিন্ন এলাকায় একাধিক বার বিমানহানা চালিয়েছে মস্কো। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রশ্নে প্রেসিডেন্ট পুতিনের দিকে যে আঙুল উঠবে, তা বলাই বাহুল্য।

১৭ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

দ্বিতীয়ত, ক্যানসার আক্রান্ত বাশারের স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। চিকিৎসার জন্য লন্ডন যেতে চান তিনি। কিন্তু মস্কোর আদালত সেই অনুমতি দেয়নি। বিষয়টিতে পুতিন প্রশাসনেরও প্রবল আপত্তি রয়েছে। সে ক্ষেত্রে সিরিয়া এবং রাশিয়ার বহু গুপ্ত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। আর তাই আসাদের উপর বিষ প্রয়োগ করে এ ব্যাপারে হুমকি দিতে চাইছে ক্রেমলিন, মত বিশেষজ্ঞদের।

১৮ ১৮
Syria ousted president Bashar al Assad allegedly poisoned in Russia

তবে এই ঘটনায় দ্বিতীয় মতামতও রয়েছে। গোয়েন্দাদের কেউ কেউ মনে করেন, বিষ প্রয়োগে বাশারকে খুনের চেষ্টা করেছে সিরিয়ার বিরোধী গোষ্ঠী। ঘটনার নেপথ্যে তুরস্ক এব‌ং আমেরিকার গুপ্তচরদের হাত থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। কারণ মস্কোর মতোই দামি বিষের ভান্ডার রয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’ বা সিআইএর হাতে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy