Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Arrythmia in Children

ভিডিয়ো গেমের নেশা হতে পারে শিশুদের হৃদ্‌রোগের কারণ, যেতে পারে প্রাণও, দাবি গবেষণায়

ঘরে বসে খেলা এই ‘গেম’-ই কিন্তু আপনার সন্তানের হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যে সব শিশুদের অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দন সমস্যা আছে, তাদের জন্য এই সব উত্তেজক খেলা প্রাণ কেড়ে নিতে পারে।

যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাদের জন্য উত্তেজক খেলা ক্ষতিকারক।

যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাদের জন্য উত্তেজক খেলা ক্ষতিকারক। ছবি : সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৪:১৯
Share: Save:

কংক্রিটের জঙ্গলে ভরা শহরে এমনিতেই এখন খোলা জায়গার অভাব। শিশুদের শারীরিক ভাবে সক্রিয় থাকতে ছুটে, দৌড়ে বেড়ানোর কোনও বিকল্প নেই। তাই এই প্রজন্মের শিশুদের কাছে খেলা বলতে মূলত ‘ভিডিয়ো গেম’।

কিন্তু জেনে রাখা জরুরি, ঘরে বসে খেলা এই সব ‘ভিডিয়ো গেম’-ই আপনার সন্তানের হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাদের জন্য এই সব উত্তেজক খেলা আরও ক্ষতিকর। প্রাণও কেড়ে নিতে পারে বলে মনে করেন চিকিৎসকদের একাংশ।

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ‘দ্য হার্ট সেন্টার ফর চিলড্রেন’-এর চিকিৎসক এবং গবেষকদের মতে, যে সব শিশুর অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা আছে, তাঁদের জন্য ভিডিয়ো গেম অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, খেলার সময়ে উত্তেজনা বৃদ্ধি পেলে হার্ট রেটও বেড়ে যায়। এই সময়ে কেউ জ্ঞান হারিয়ে ফেলতে পারে।

গবেষণার জন্য এই দলটি বেশ কয়েকটি কেস পর্যালোচনা করে, এমন ২২ জন শিশুকে শনাক্ত করেছে। তারা ‘মাল্টিপ্লেয়ার ওয়ার’ খেলাটি খেলতে খেলতে খুব উত্তেজিত হয়ে পড়ে এবং কেউ কেউ জ্ঞানও হারায়। খেলা চলাকালীন ক্যাটেকোলামিনার্জিক পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ও টাইপ১ এবং টাইপ২ কনজেনিটাল লং কিউটি সিনড্রোমে আক্রান্ত হতেও দেখা গিয়েছে।

এই রোগের কারণ হিসাবে গবেষকরা অবশ্য শিশুটির পারিবারিক ইতিহাস এবং হৃদ্‌যন্ত্রের জন্মগত ক্রটির কথাও উল্লেখ করেছেন। অভিভাবকদের উদ্দেশে চিকিৎসকদের একটিই পরামর্শ, উত্তেজনা সৃষ্টিকারী কোনও রকম খেলা, সিনেমা, ছবি থেকে এই রোগে আক্রান্ত শিশুদের দূরে রাখতে হবে।

অন্য বিষয়গুলি:

Video Games Heart Disease
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy