দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় প্রথম স্ত্রীকে খুনের অভিযোগ। চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তের। তাঁর ছেলের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁর মাকে। গোটা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন বাবা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী। দেহ উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃতার নাম শাকিলা বিবি (৩৮)। তাঁর বাবার বাড়ি ডোমকলের রমনা বসন্তপুরে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের দক্ষিণ নগরের বাসিন্দা আবুল বাশারের সঙ্গে শাকিলার প্রায় ২০ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের ১৭ বছরের একটি ছেলেও রয়েছে। বছর কয়েক আগে স্থানীয় বাজারের বিউটি পার্লারের এক মহিলাকর্মীকে বিয়ে করেন আবুল। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনেও নিয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী। সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তির জেরে দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় প্রথম স্ত্রীকে খুন করেছে ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ মৃত মহিলার পরিবারের।
অভিযুক্তের ছেলে জানাচ্ছেন, বছর খানেক আগে বিউটি পার্লালে কর্মরত এক যুবতীকে বিয়ে করেন তাঁর বাবা। তার পর থেকে সংসারে অশান্তি চরমে ওঠে। যদিও দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও আপত্তি ছিল না তাঁর মায়ের। তার পরেও থামেনি বাবার অত্যাচার।
শনিবার নিজের ঘর থেকেই শাকিলার দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে তদন্তকারীদেরও অনুমান, খুনই করা হয়েছে শাকিলাকে।