Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Himansh Kohli

নেহা কক্করের প্রাক্তন একদা জনপ্রিয় নায়ক হিমাংশের বিয়ে কবে?

অভিনেতা হিসাবে কম, বরং 'নেহার প্রেমিক; হিসাবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি। কিন্তু, শেষমেশ ভেঙে যায় প্রেম।

Yaariyan Actor himansh kohli to get married in November

(বাঁ দিকে) নেহা কক্কর, হিমাংশু কোহলি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৯:২৪
Share: Save:

২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন হিমাংশ কোহলি। পরিচালক দিব্যা খোসলা কুমার এই ছবির জন্য নতুন অভিনেতাদের নির্বাচন করেছিলেন। এই ছবি মুক্তি পাওয়ার পর সাফল্যের মুখ দেখেছিল ছবির গানগুলি। হিমাংশও কিছু কম জনপ্রিয়তার স্বাদ পাননি। তবে শুধু ছবির জন্য নয়, এই নায়ক চর্চায় ছিলেন তাঁর ও গায়িকা নেহা কক্করের প্রেমের সম্পর্কের কারণেও। প্রকাশ্যে সেই প্রেম স্বীকারও করেছিলেন তাঁরা। নেহা তখন কেরিয়ারের তুঙ্গে। কিন্তু, অভিনেতার ঝুলিতে একটি মাত্র ছবিই রয়েছে। অভিনেতা হিসাবে কম, বরং 'নেহার প্রেমিক' হিসাবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি। শেষমেশ ভেঙে যায় প্রেম। এ বার নেহার সেই প্রাক্তনই বিয়ের পিঁড়িতে।

দিল্লির ছেলে হিমাংশ রাতারাতি জনপ্রিয়তা যেমন পান, তেমনই আচমকাই যেন হারিয়ে যান। কমতে থাকে কাজ। নেহা জনসমক্ষে জানিয়েছেন, হিমাংশ তাঁর খ্যাতিকে ব্যবহার করেছেন। নেহার এই মন্তব্যের পর অবশ্য হিমাংশ তাঁর মতামত জানিয়েছিলেন। অভিনেতা জানান, নেহার ইচ্ছানুসারেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু, তাঁরা দু’জনেই এই বিচ্ছেদে রাজি ছিলেন। তাঁদের নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তা সবই রটনা। তবে সময় বহমান। থেমে থাকে না কারও জন্যেই। বেশ কয়েক বছর আগেই পঞ্জাবি গায়ক রোহন প্রীত সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়িকা। অতীত ভুলে নতুন জীবন শুরু করছেন হিমাংশ। খবর, ১২ নভেম্বর দিল্লির এক মন্দিরে বিয়ে করতে চলেছেন এই অভিনেতা। তবে পাত্রী্র এখনই পরিচয় ফাঁস করতে নারাজ তিনি। ঘনিষ্ঠ বন্ধবান্ধব ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ে। ইন্ডাস্ট্রির কেউ থাকবেন কি না এই বিয়েতে, সেই তথ্যও অজানা।

অন্য বিষয়গুলি:

Himansh Kohli Neha Kakkar Bollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy