গত কয়েক মাস ধরে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাদা ভাবে প্রবেশ করায় এই জল্পনা বাড়ে। আর এ বার শোনা যাচ্ছে, তারকা দম্পতির দূরত্বের পিছনে রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর। ‘দসভি’ ছবির শুটিং-এর সময়েই নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তবে সুখী দাম্পত্য কিংবা বিয়ে টেকানোর টোটকা নাকি অনেক আগে কাজল দিয়ে রেখেছিলেন অভিষেক-ঐশ্বর্যাকে!
আরও পড়ুন:
১৭ বছরের দাম্পত্য অভিষেক ও ঐশ্বর্যার। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সেট থেকে দু’জনের প্রেম। তার পরেই বিয়ে। ২০১১-য় তাঁদের কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন। এ বার সেই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে ফাটল। পরকীয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে! যদিও এত বছর ধরে সর্বদা স্ত্রীর ভূয়সী প্রশংসা করে এসেছেন অভিনেতা। ২০০৭ সালে যখন অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়, তখন কাজল অবশ্য পরকীয়া নিয়ে আগেভাগেই সাবধান করেছিলেন। যে বছর অভিষেক-ঐশ্বর্যার বিয়ে হয়, তার ঠিক এক বছর আগে মুক্তি পায় ‘কভি অলবিদা না কহনা’। কাজল ‘কফি উইথ কর্ণ’-এর সেই সিজ়নে এসে বলেছিলেন, ‘‘আর যা-ই করো, এই ছবি দেখো না।’’ ছবির বিষয় পরকীয়া হওয়ায় সেই ছবি দেখা থেকে বিরত থাকতে বলেছিলেন নবদম্পতিকে। যদিও সেই ছবিতে অভিষেক নিজেই অভিনয় করেছিলেন।