Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আইপিএল-এ সঞ্চালনায় এ বার সাহেব

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক সাহেবের পছন্দের তালিকার শীর্ষে। ‘‘এই শোয়ে লাইভ হওয়ার সুযোগ আসতে পারে।

সাহেব ভট্টাচার্য

সাহেব ভট্টাচার্য

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০০:৪৫
Share: Save:

ছোট পর্দায় অনেক শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে সাহেব ভট্টাচার্যকে। এ বার তিনি আইপিএল-এর মঞ্চে। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে বাংলায় সঞ্চালনা করবেন সাহেব। ‘‘কাজের প্রস্তাবটা কাকতালীয় ভাবে এসেছিল। যে দিন চ্যানেলের দফতর থেকে ফোন এল, তখন মুম্বইয়ে ওই অফিস থেকে পাঁচ মিনিট দূরে ছিলাম। তার পর লুক টেস্ট হয়,’’ বললেন সাহেব। ফুটবলের প্রতি বেশি উৎসাহ থাকলেও ক্রিকেটের খবরও তিনি ভালই রাখেন। ‘‘এখন যেহেতু কাজটা করতে হবে, তাই ক্রিকেটই প্রথম গুরুত্ব পাবে,’’ হাসলেন তিনি।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক সাহেবের পছন্দের তালিকার শীর্ষে। ‘‘এই শোয়ে লাইভ হওয়ার সুযোগ আসতে পারে। সেখানে মহেন্দ্র সিংহ ধোনি বা বিরাট কোহলির মতো কেউ থাকলে, ওটাই ফ্যান বয় মোমেন্ট হবে,’’ বললেন সাহেব। ক্রিকেট–অনুরাগী সোনিকা চৌহানের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল আইপিএল স়ঞ্চালনার। সোনিকার স্মৃতির উদ্দেশে কাজ উৎসর্গ করেছেন সাহেব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE