বিশাল দাদলানি।
অরিজিনাল কম্পোজারদের সম্মতি না নিয়েই আকছাড় গানের রিমেক বানানোর ঘটনায় মিউজিক কম্পোজারদের একাংশকে একহাত নিলেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। টুইটারে বিশাল লিখেছেন, ‘সাবধান, বিশাল-শেখরের গানের সম্মতি ছাড়া কেউ যদি রিমিক্স বানায় আমি কিন্তু সেই ছবি এবং মিউজিশিয়ানদের বিরুদ্ধে কোর্ট পর্যন্ত যাব।’
বিশাল আরও যোগ করেন, ‘সাকি সাকি-র পর দেশি গার্ল, দশ বাহানে প্রভৃতি গানের নির্লজ্জ ভাবে রিমিক্স বানানো হচ্ছে। কেন? নিজেরা গান বানাও না!’
নাম না করে, সেই সমস্ত কম্পোজারকে ‘শকুন’ বলেও অভিহিত করেন বিশাল। শুধু তাই নয়, অনুমতি না নিয়ে গানের রিমিক্স বানানো যে ‘ডাকাতির সমান’ সে কথাও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন বিশাল। বিশালের ওই মন্তব্যকে সমর্থন করেছেন গায়ক আরমান মালিক এবং র্যাপার বাদশা। আরমানের কথায়: ‘তোমার সাহসিকতা তারিফযোগ্য। তোমার মতো মানুষই এই অবিচারের বিরুদ্ধে সরব হতে পারে।’
আরও পড়ুন-টিকটকে ‘লাল ইশ্ক’-এ ভাসলেন নুসরত, নাচের তালে মাতলেন মিমি
বিশালের টুইট
Warning: I WILL sue anyone making remixes of Vishal & Shekhar songs. I'll even move court against the films & musicians.
— VISHAL DADLANI (@VishalDadlani) October 30, 2019
After Saaki Saaki, I hear upcoming bastardisations include Dus Bahaane, Deedaar De, Sajnaji Vaari Vaari, Desi Girl & more.
Make your own songs, vultures!
গত কয়েক বছরে রিমিক্সের ট্রেন্ড বিপুল ভাবে বেড়ে গিয়েছে। পুরনো ছবির গানকে আধুনিকীকরণের নামে যোগ করা হচ্ছে লাউড মিউজিক, অতিরিক্ত এফেক্ট। এ বার তা নিয়েই সোশ্যাল সাইটে খোলাখুলি ক্ষোভ উগরে দিলেন বিশাল।
আরও পড়ুন-শরীরী বিভঙ্গে রাজ-শুভশ্রীর জমিয়ে ভাসান ডান্স, ভাইরাল হল ভিডিয়ো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy