বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। ছবি: এএফপি
বিরুষ্কাকে আইনি নোটিস পাঠালেন আরহান সিংহ।
গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ফেলেছিলেন আরহান। আর তা দেখে রাগ সামলাতে না পেরে নিজের গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে পরিচ্ছন্নতার পাঠ দেন অনুষ্কা শর্মা। সেই ভিডিয়ো ওয়েব ওয়ালে শেয়ার করে বিরাট কোহালি লিখেছিলেন, ‘‘দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন…। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? …আপনিও যদি এমন কিছু দেখেন, তা হলে একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।”
সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দিয়ে তাঁর সম্মানহানি করা হয়েছে, এই কারণ দেখিয়ে এ বার বিরুষ্কাকে আইনি নোটিস পাঠালেন আরহান।
সংবাদ সংস্থাকে আরহান বলেন, ‘‘আমার তরফে আইনি উপদেষ্টারা নোটিস পাঠিয়েছেন ওঁদের। বল এ বার তাঁদের কোর্টে।’’
বিরাট কোহালি ওইদিন ভিডিয়ো পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় আরহান সিংহ লেখেন, অনুষ্কার ব্যবহার দেখে তিনি রীতিমতো অবাক! আরহান লিখেছিলেন, “এই পোস্ট থেকে কোনও প্রচার পাওয়ার উদ্দেশ্য আমার নেই। ভয়ঙ্কর! গাড়ি চালাতে গিয়ে অসচেতন ভাবে আমি এটা ছোট প্লাস্টিক রাস্তায় ফেলেছিলাম। আচমকাই দেখি গাড়ি থামিয়ে অনুষ্কা শর্মা চিৎকার করছেন। আমার অসচেতনতার জন্য আমি ক্ষমা চাইছি। তবে অনুষ্কার ব্যবহারও অত্যন্ত নিন্দনীয়।”
আরও পড়ুন:
‘হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘রেনবো জেলি’
প্রদীপ সরকারের ছবিতে অভিনয় করছেন অম্বরীশ?
আরহানের মা গীতাঞ্জলি এলিজাবেথও বিরুষ্কার সমালোচনা করে লেখেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলের মুখ ‘ব্লার’ করা হয়নি। জনসমক্ষে রীতিমতো হেনস্থা করা হয়েছে আরহানকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy