মন্দিরে পুজো দিতে গিয়েছেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে দেখলেন জুতোর একটা পাটি গায়েব! এ রকম অভিজ্ঞতা আপনার হয়েছে কখনও? বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে সম্প্রতি এ রকমই ঘটনা ঘটল গণপতির বিসর্জনে।
গত মঙ্গলবার মুম্বইয়ের লালবাগচা রাজা গণপতির দর্শনে গিয়েছিলেন স্বরা। তখন তাঁর পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ। পায়ে ছিল কোলাপুরি চটি। সনাতনী সাজে গণপতির সামনে হাজির হয়েছিলেন তিনি। চটি খুলে রেখে প্রণাম করছিলেন স্বরা। ছবিও তুলছিলেন গণপতির। এ সব করার পর পিছনে ফিরতেই দেখলেন তাঁর এক পাটি চটি গায়েব। বাধ্য হয়ে হাতে একপাটি চটি হাতে নিয়ে তিনি গাড়িতে এসে ওঠেন।
এক হাতে চটি নিয়ে খলি পায়ে হাঁটার ভিডিয়ো বুধবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন স্বরা নিজেই। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করে স্বরা লিখেছেন, ‘মুম্বইয়ের সবথেকে জনপ্রিয় দেবতার দর্শনে গিয়ে জুতো না হারালে তা আর কিসের দর্শন?’
Because what’s a Darshan to Mumbai’s iconic #lalbaughcharaja if you don’t lose your shoes? 🤣🤣🤣 #sachcheybhakt pic.twitter.com/CDDYS0FP88
— Swara Bhasker (@ReallySwara) September 11, 2019
আরও পড়ুন: হিমেশ-রানুর ‘তেরি মেরি কাহিনি’ অফিসিয়াল ভিডিয়োর তিন ঘণ্টায় ভিউ সাড়ে চার লাখ
আরও পড়ুন: বিস্কুটের পুরনো বিজ্ঞাপন ফেরাল ‘শোলে’র গব্বরের স্মৃতি!