কাশ্মীরের উপর শর্ম ফিল্মের উদ্বোধনে রাজনাথ সিংহ, হেমা মালিনী ও মহেশ গুপ্ত।
বলিউডের প্রিয় শুটিং ডেস্টিনেশন কাশ্মীর। হিন্দি ছবির বিবর্তনে বহু বার ভারতের উপত্যকাকে দেখানো হয়েছে পরিচালকের দৃষ্টিতে। বার বার সেই উপত্যকায় আগুনও জ্বলেছে নানা কারণে। উপত্যকায় হিংসা-উত্তেজনার জেরে বিঘ্নিত হয়েছে জম্মু-কাশ্মীরের স্বাভাবিক জনজীবন, পর্যটন, ব্যবসাও। সেই কাশ্মীর যে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, সে কথা মনে করাতেই এই ৬ মিনিটের শর্ট ফিল্ম তৈরি করেছে কেন্ট আর ও সংস্থা।
আরও পড়ুন, ‘ম্যাডি’ মাধবনের নতুন ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
আরও পড়ুন, ছয় সেকেন্ডের ক্যামিও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প!দেখুন ভিডিও
ফিল্মের নাম ‘ওয়াদি-এ-কাশ্মীর’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, সাংসদ-অভিনেত্রী হেমা মালিনী এবং কেন্ট আর ও সংস্থার চেয়ারম্যান মহেশ গুপ্তের উপস্থিতিতে এই ফিল্মটির উদ্বোধন হয়েছে। আজ থেকেই ছবিটি ইউটিউবে দেখতে পাবেন দর্শকরা।
ছবিটি দু’সপ্তাহ ধরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে এই ফিল্ম। ৬ মিনিটের এই ফিল্মের পরিচালনা করেছেন প্রদীপ সরকার। গুলজারের কথায়, সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। ছবির পরিকল্পনা প্রবীণ কেনেথ-এর। ফিল্মটির শুরুতেই বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে।
প্রেমে পড়ার যে কোনও বয়স হয় না, তা কাশ্মীরের রূপ দেখলেই জানা যায়। মন্তব্য শর্ট ফিল্মের পরিচালক প্রদীপ সরকারের। উপত্যকার মানুষ ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে তৈরি এই শর্ট ফিল্ম যেন বিশ্বের এক প্রান্তে, এক টুকরো স্বর্গের উপলব্ধি। মনে করেন কেন্ট আর ও সংস্থার চেয়ারম্যান মহেশ গুপ্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy