Uri: The Surgical Strike: Records smashed by this Vicky Kaushal film dgtl
Entertainment News
বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে, ‘উরি...’র ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি
‘‘হাও ইজ দ্য জোশ?’’ গোটা বলিউড চেঁচিয়ে বলেছিল ‘হাই স্যার’! প্রধানমন্ত্রী তো বটেই, গোটা দেশবাসীর মধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ‘জোশ’। আর সেই ‘জোশ’এর সুবাদেই বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। ঝুলিতে একাধিক রেকর্ড। চোখ রাখা যাক সেই সব রেকর্ডে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৪:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
‘‘হাও ইজ দ্য জোশ?’’ গোটা বলিউড চেঁচিয়ে বলেছিল ‘হাই স্যার’! প্রধানমন্ত্রী তো বটেই, গোটা দেশবাসীর মধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ‘জোশ’। আর সেই ‘জোশ’এর সুবাদেই বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। ঝুলিতে একাধিক রেকর্ড। চোখ রাখা যাক সেই সব রেকর্ডে।
০২১০
রিলিজের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিটি ১১৫.৮৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
০৩১০
প্রথম সপ্তাহের শুরুতে ৩৫.৯২ কোটি এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে ৩৭.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। অর্থাৎ প্রথম সপ্তাহকে ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকের কালেকশন। ‘দঙ্গল’, ‘বাহুবলী’ এই সব সুপারহিট ছবিগুলোর প্রথম দিকের ব্যবসাকে পিছনে ফেলে দিয়েছে ভিকি কৌশলের এই ছবি।
০৪১০
একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়ে চলেছেন ভিকি কৌশল। কখনও পার্শ্ব চরিত্রে। তো কখনও আবার মুখ্য ভূমিকায়। তবে এই প্রথম ভিকি কৌশলের একক কোনও ছবি এত দ্রুত ১০০ কোটি টাকার ব্যবসা করল।
০৫১০
শুধু ভিকি কৌশল নন। ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর সুবাদে ছবির মুখ্য অভিনেত্রী ইয়ামি গৌতমও ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে নিলেন। ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ও সুপারহিট হয়েছিল। তবে দ্রুত ব্যবসার নিরীখে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’এর ধারেকাছে ঘেঁষতে পারেনি ‘কাবিল’।
০৬১০
বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিল ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। একই সঙ্গে মুক্তি পেয়েছিল বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সেই ছবিকে হেলায় হারিয়ে ‘হিট’লিস্টে নাম তুলে ফেলেছে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’।
০৭১০
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রযোজক রনি স্ক্রুওয়ালার নতুন প্রযোজনা সংস্থা আরএসভিপি ফিল্মসের। এর আগে ওই সংস্থা বানিয়েছে ‘কেদারনাথ’। সে ছবিও বক্স অফিসে রমরমিয়ে চলেছে। কিন্তু ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিতে পারেনি। ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর আরএসভিপি ফিল্মসের প্রথম ছবি যা ১০০ কোটি টাকার ব্যবসা করল।
০৮১০
ছবির পরিচালক আদিত্য ধর এর আগে গুটিকয়েক ছবি পরিচালনা করেছেন। ‘হাল-এ-দিল’, ‘আক্রোশ’, ‘ড্যাডি কুল: জয়েন দ্য ফান’ পরিচালকের সব ছবিগুলিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আদিত্য ধরের প্রথম সুপারহিট ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’। আবার এই ছবিই আদিত্যর প্রথম ছবি যা ১০০ কোটি টাকার উপর ব্যবসা করল।
০৯১০
ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘উরি...’এর সাফল্যে ইয়ামির বক্তব্য, ‘‘দর্শকের এমন প্রতিক্রিয়া পেয়ে আমি খুবই খুশি। বক্স অফিসে আরও কিছু দিন ছবির দৌড় জারি থাকবে বলে মনে হচ্ছে।’’
১০১০
‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দু’টি ছবি একই দিনে মুক্তি পেয়েছিল। লোকসভা ভোটের আগে দু’টি সিনেমাই বিজেপির বাজি ছিল। তবে, ‘অ্যাক্সিডেন্টাল...’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। আর রিলিজের ১০ দিনের মধ্যেই ‘উরি...’ ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিল।