Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Urfi Javed

টক-মিষ্টি রসালো ফলে উরফির নতুন অন্তর্বাস, লজ্জা নিবারণে ফাঁক ভরাট করলেন কী দিয়ে?

উরফির মগজে কখন যে কোন ফন্দি আসবে, তা সাধারণের ধারণার বাইরে। যতই প্রতিবাদ, উরফির পরোয়া নেই। তবে ফলের সাজ এই প্রথম!

Urfi Javed wears an outfit made of Kiwi

কিউয়ি ফল দিয়েই যত্নে বানানো উরফির বক্ষবন্ধনী। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৮:২৯
Share: Save:

উরফি জাভেদ মানেই মোটা তুলতুলে ঠোঁট আর তাতে লিপগ্লস। সেই ঠোঁটের আবেদন যেমনই হোক তাই দিয়ে এ বার খেয়ে দেখালেন টক-মিষ্টি কিউয়ি। সবুজ, রসালো ফল তাঁর চকচকে গোলাপি ঠোঁটের ভিতর যেমন পরম মমতায় ঢোকালেন, তেমনই দৃষ্টি আকর্ষণ করলেন তাঁর নতুন অন্তর্বাসে।

ক্যামেরা বুকের কাছে আসতেই বোঝা গেল, কিউয়ি ফল দিয়েই যত্নে বানানো উরফির বক্ষবন্ধনী। কেতার বিকিনিকেও হার মানাবে সেটি। যদিও সুতোয় গাঁথা ফলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছিল স্তনের অনেকখানি। স্তনবৃন্ত প্রকাশ্যে এসে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। তেমন কিছুই হল না, কারণ উরফির দুই স্তনেই স্টিকার লাগানো ছিল। ত্বকের রঙের সেই স্টিকারেই লজ্জা নিবারণ মডেল-তারকার।

এর আগে বস্তা থেকে শুরু করে কাগজ, দড়ি, ছবি অনেক উপকরণ দিয়ে পোশাক বানিয়ে পরেছেন উরফি। তাঁর মাথায় কখন যে কোন ফ্যাশনের ফন্দি আসবে তা সাধারণের ধারণার বাইরে। যতই প্রতিবাদ উঠুক, বা অশ্লীলতার অভিযোগ আসুক, উরফির পরোয়া নেই। তবে ফলের সাজ এই প্রথম। ভিডিয়ো দেখে মন্তব্যের বন্যা সকলেরই। এক এক জন অবশ্য দুষ্টুমি বুদ্ধির ছোঁয়ায় লিখলেন, ‘‘বুকের উপরে ফলগুলো কেউ যদি খেয়ে নেয়...।’’ আবার কেউ কেউ প্রশংসায় ভরিয়ে দিলেন নতুন পোশাককে।

সম্প্রতি উরফির সঙ্গে তাঁর বোন ডলিকেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে, বোনকেও ‘তৈরি’ করছেন উরফি। সম্প্রতি তাঁরই মতো খোলামেলা পোশাকে দেখা গিয়েছে ডলিকে।

অন্য বিষয়গুলি:

Urfi Javed model-actress Kiwi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy