Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ক্লিন্টের ছবিতে টম হ্যাঙ্কস

দুই মহারথী নাকি একত্র হচ্ছেন! শোনা যাচ্ছে, ক্লিন্ট ইস্টউডের পরবর্তী ছবিতে অভিনয় করছেন টম হ্যাঙ্কস। এ বিষয়ে হ্যাঙ্কসের সঙ্গে ক্লিন্ট এব‌ং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। পরিচালক ক্লিন্টের পরবর্তী ছবি এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

দুই মহারথী নাকি একত্র হচ্ছেন! শোনা যাচ্ছে, ক্লিন্ট ইস্টউডের পরবর্তী ছবিতে অভিনয় করছেন টম হ্যাঙ্কস। এ বিষয়ে হ্যাঙ্কসের সঙ্গে ক্লিন্ট এব‌ং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।

পরিচালক ক্লিন্টের পরবর্তী ছবি এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে। ২০০৯ সালের ১৫ জানুয়ারি ইউ. এস এয়ারওয়েজের ‘ফ্লাইট ১৫৪৯’ বিমানটি উড়ন্ত অবস্থায় অসংখ্য পাখির সঙ্গে ধাক্কা খায়। বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এই অবস্থায় বিমানের পাইলট অসামান্য দক্ষতায় বিমানটির জরুরি অবতরণ ঘটান হাডসন নদীতে। বিমানের ১৫৫ জন যাত্রী প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

‘মির‌্যাকল অন দ্য হাডসন’ নামে পরিচিত এই ঘটনা আর তার নায়ক ক্যাপ্টেন সুলেনবার্গারকে নিয়েই ছবির পরিকল্পনা করেছেন ক্লিন্ট। এই ছবিতে ক্যাপ্টেন সুলেনবার্গারের ভূমিকায় দেখা যেতে পারে টম হ্যাঙ্কসকে। ক্যাপ্টেন সুলেনবার্গারের স্মৃতিকথা ‘হাইয়েস্ট ডিউটি: মাই সার্চ ফর হোয়াট রিয়্যালি ম্যাটারস’-এর উপরে ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য লিখেছেন টড কোমারনিকি। তাঁর আগামী ছবি স্টিভেন স্পিলবার্গের ‘ব্রিজ অফ স্পাইজ’। এই মুহূর্তে ‘দা ভিঞ্চি কোড’ সিরিজের তৃতীয় ছবি ‘ইনফারনো’-র শ্যুটিংয়ে ব্যস্ত তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE